বলবে কি সুখী --- যাকে,কখনো
ছোঁয়নি বিরহ-তাপে ?
সত্বর এনে পরাও এখন
সুখীর মুকুট তাকে ।
এমন কি কেউ আছে --- যে
হয়নি মনঃক্ষুণ্ণ?
লতাপাতা গজায় আবার
হলেও বৃক্ষছিন্ন ।
মনের দুঃখ যায় কি মাপা
অগাধ অশ্রুজলে ?
শান্তির নেই ঠিকানা কোন
বনের বৃক্ষতলে ।
স্খলন হবে কি কর্মের দোষ
নিয়ত গঙ্গাস্নানে?
পারে না ছুঁতে এসব তাকে
আনন্দ যার প্রাণে ।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি -
জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতক, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।
ভাল লাগে সঙ্গীত, সাহিত্য, বইপড়া, দর্শন, মনোবিজ্ঞান, যোগব্যায়াম, আধ্যাত্মিকতা, প্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদী, মুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।