Advt

Advt

iha-kanch-nagari-story-upanyas-galpo-9th-part-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইহ-কাঁচ-নগরী-উপন্যাস-কৃষ্ণা-মিশ্র-ভট্টাচার্য

ধারাবাহিক উপন্যাস প্রতি বৃহস্পতিবার ।

panyas-galpo-9th-part-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইহ-কাঁচ-নগরী-উপন্যাস-কৃষ্ণা-মিশ্র-ভট্টাচার্য 

পর্ব--

Sometimes  when my eyes are red

I go up on top of the RCA Building

and gaze at my world-

বিউটি পার্লার-ইউনিসেক্স স্যালুন--সারি সারি  পুরুষ, নারী-বয়সের কোনও  রেষ্ট্রিকশন  নেই--প্যাডিকিওর ,ম্যানিকিওর, ফ্রুট মাসাজ,এমনকি পুরো শরীর  মাসাজ!সোনা বাথ!মোনা বাথ।সেক্স টনিক!হারবাল থেকে ইমপোরটেড  ক্রিম,জেল-বডি মাসাজ  ওয়েল!ওয়াক্সিং!ছাল ছাড়ানো  মুরগীর  মত সাদা -মমির মত ফ্যাকাসে!নর নারীদের  সিটিং!--

--"ইয়েস  ম্যাম? হোয়াট  ডু ইউ ওয়ান্ট?"

--"জাস্ট  হেয়ার  কাট!"

স্পষ্টতই  রিসেপসনিষ্ট মেয়েটি হতাশ।

"ওকে।প্লিজ  ওয়েট।"

অতঃপর  একটি মহিলা ম্যাগাজিন  হস্তগত  করে বাভ্রবি সোফায়।

প্রেমমতীর  এক কামরার  ঠেকে যখন পৌঁছল  বাভ্রবি,তখন বিকেলের আকাশে  সিঁদুর  টিপ  অনেকটা ধেবড়ে গেছে। অবশ্য প্রেমমতী বা প্রেমমতীদের  ঠেক গুলো অসূর্যমপশ্যা।গায়ে গায়ে লাগানো ঘর--একটাই  ঘরে রান্না,খাওয়া থাকা।বাথরুম নিজস্ব, সেটাই  একমাত্র  কমফোর্ট।তবে ঘরের  লাগোয়া নয়।বাভ্রবি যখন পৌঁছল, তখন সেখানে প্রেস এবং একটি সরকারী নারী পুনর্বাসন  সমিতির  কয়েকজন  সদস্যা--মাথা নিচু করে স্যাঁতস্যঁতে  মেঝেতে সরোজ।প্রেমমতী র চোখের জল শুকিয়ে গেছে।

--"আমার মেয়ের  সঙ্গে যা অন্যায় হয়েছে,ওর ইজ্জত  নেওয়া হয়েছে--আমি এদের  সবার  শাস্তি চাই--"প্রেমমতীর  চোখে আগুন।সেই  আগুনের  আঁচ  বাভ্রবির  চোখে,মুখে এসে লাগল।আগুনের  ধর্ম  দাহ্যতা।আগুন যদি না পোড়ায় তাহলে সে আগুন  আর আগুন  থাকে না।

--"সরোজ,বালিক নেঁহি  হ্যায়?"

--"নেঁহি।মুঝে মেরি বেটি কে লিয়ে ইনসাফ চাহিয়ে।"

-লেকিন  আপকা পতি--"

প্রেমমতীর  চোখে আবার  আগুন  জ্বলে উঠল।

--"ও আমি মেরা পতি নেঁহি হ্যাঁয়--ও এক মুজরিম  হ্যাঁয়, মুজরিম।"

আমূল  কেঁপে  উঠল  বাভ্রবি!

এই  সত্য কথন,এই  আত্ম জিজ্ঞাসা  যেমন প্রেমমতীর  মুখ নিঃসৃত--তেমন কি বাভ্রবির  শ্রেণীর  কোনও  চাকুরীজীবী, ডিগ্রিধারিনী র মুখ থেকে বেরুবে?

মনের  যাতায়াতে  কোনও  বাঁধা নেই--ক্যাম্পাস এর কফিশপে  এক ক্রিমসম সন্ধ্যায় কফির  পেয়ালায় মুখোমুখি  বাভ্রবি এবং জাগৃতি!

--"ডোন্ট  ক্রাই।প্লিজ  ,প্লিজ, ডিয়ার।"

--"হাউ ক্যান আই  বি কুল বাবি।আই নো মাই হ্যাজবেন্ড  হ্যাড কমিটেড  অ্যা ক্রাইম।হি হেড রেপড  হিজ ওন  রিসার্চ  কলার।"

বাভ্রবি ম্লান হাসল।

--"সেক্সুয়াল  হ্যারাসমেন্ট  ইন ওয়ার্ক প্লেসেস  ইজ বিকামিং ভেরি কমন নাউ অ্যা ডেস!মাষ্টার অব দ্যা উইমেন ডোন্ট  গো ফর অ্যানি কমপ্লেন।সাম উইমেন  রাদার  টেক  অ্যাডভানটেজ  অব  ইট!এন্ড ম্যানেজ টু গেট  ডিগ্রি এন্ড  প্রমোশন!"

জাগৃতি  কফির  কাপ নামিয়ে,রেখে বাভ্রবির  চোখে চোখ রেখে বলেছিল--"বাট,দিজ  গার্ল--রুহি--হিজ স্টুডেন্ট কমপ্লেনড এগেনষ্ট হিম --"

--"টু হুম?"

--"থ্যাঙ্ক গড,বাবি,সি হ্যাজ  কমপ্লেনড  টু দ্য  ডিপার্টমেন্টাল হেড।"

বাভ্রবি হাসল।--

জাগৃতির বর একজন সিনিয়র  প্রফেসর--ইউ কে র কোনও  এক ইউনিভার্সিটিতে কনফারেন্স  এ এই রিসার্চ  স্কলার তাঁর  সঙ্গী হয়ে যায়--এবং সেখানে প্রফেসর  সাহেব  একটি ই মাত্র  ডাবল বেড বুক করেছিলেন।তারপর--

জাগৃতির  দিকে তাকিয়ে বাভ্রবি

--"য়ূ ডিডন্ট নো এবাউট ইট?

জাগৃতি  মাথা নেড়ে বলল--"শখ  হুয়া থা--যব ভি মেঁ ফোন পে বাত  করতি তো উসিনে পহলে ফোন উঠাতি--"

--"তুমনে পুঁছা নেঁহি?"

মাথা নেড়ে জাগৃতি  জানিয়েছিল সে জিজ্ঞেস  করেছিল।তো,ওর স্বামী জবাবে বলেছিল যে এখন যেহেতু  রিসার্চ স্কলারের সংখ্যা অনেক টা বেড়ে গিয়েছে,সুতরাং জায়গার  অভাব--তাই প্রফেসর দের রুমেই  অনেক সময় ছাত্র, ছাত্রীরা বসে।বাভ্রবি একটু উদাস;মনে পড়ল যুধাজিতও একই  কথা বলেছিল।ওর রুমেও দুজন ছাত্র, ছাত্রী বসে।

জাগৃতি এবার  কফিশপেই প্রায় কান্নায় ভেঙ্গে পড়ে বলেছিল--"ইন্টারনাল কমিটিতে আমাকে ডাকবে--আমি কি করব বাবি-- আমি কি করব!"

--"প্রফেসরের  সাথে কথা বল"

--"বলেছি--ও বারবার  ই অস্বীকার  করছে --বলছে মেয়েটি  ওকে ফাঁসাচ্ছে। রুম নাকি পাওয়া যায়নি তাই--"

--"জাগৃতি,ডু য়ূ হ্যাভ  ট্রাস্ট  ওন ইয়োর  হাজব্যান্ড?"

জাগৃতি অদ্ভুত  জবাব  দিয়েছিল।

--"আই ডোন্ট  নো।বাট  আই হ্যাভ  টু সেভ মাই ম্যারেজ।"

--"লোগ ক্যায়া  কহেঙ্গেঁ?"

বাভ্রবির মন বিষণ্ণ।

জাগৃতি  ওর ম্যারেজ  লাইফ  সেভ করেছিল।প্যাচ আপ!জোড়াতালির  সংসার দেখতে দেখতে বাভ্রবি হাঁফিয়ে গেছে।মিডল ক্লাস  জীবনচরিত  এভাবেই--ধরা যাক  জাগৃতি আর তার  অধ্যাপক  স্বামীর  রাতের  বিছানা--ব্লু  লাইট!অধ্যাপক  স্বামী বিশাল আলোকিত  মঞ্চ  থেকে প্রচুর  হাততালি ,মেমোন্টো, পূজা পেয়ে মুখোমুখি জাগৃতির।এমত সংলাপ:

--"তোমার  সঙ্গে এক বিছানা শেয়ার  করতে আমার  প্রবৃত্তি  হয় না--ছিঃ!"

--"হোয়াট ছিঃ?আমার  বিরুদ্ধে কিছুই  প্রমাণিত  হয়নি।মেয়েটি  আমাকে ট্র্যাপ করেছিল।"

--"আমি তোমাকে  বাঁচিয়ে দিয়েছি।আমি জেনে শুনে তোমার  পক্ষ  নিয়েছি।রুহি ওয়াজ রাইট।তোমার  রুহির প্রতি দুর্বলতা ছিল।অ্যান্ড  য়ূ শেয়ারড  দ্যা সেইম  রুম।"

--"আমার  দুর্বলতা ছিল, না ঐ হোর টার ছিল?"

--"ও তো ছেড়ে চলে গেল।শাস্তি তো ওরই হল।"

দাঁতে দাঁত  চেপে অধ্যাপকের মন্তব্য

-"সি ইজ অ্যা বিচ!আমার  এতদিনের  ক্যারিয়ারে  স্পট  ফেলে দিল--"

জাগৃতি তেতো হেসে জবাব  দিয়েছিল

--"হ্যাঁ,তা সত্যি!ফ্রম নাউ য়ূ কেন নট টেক এঅ্যা ফিমেল  রিসার্চ  স্কলার  এলোন!"

বাভ্রবি যুধাজিত কে অবাক  হয়ে প্রশ্ন  করেছিল

--"ব্যাস?এটুকুই  শাস্তি?"

যুধাজিত নিজেও  তদন্ত  কমিটি তে ছিল--!

--"দেখো,এগুলো প্রমাণ  করা এতো সহজ নয়।"

--"মেয়েটি তো ছেড়ে চলে গেল!"

--"পুরোপুরি ছাড়েনি।ওকে অপশন  দেওয়া হয়েছে ও ইচ্ছে করলে এখানেই  অন্য সুপার ভাইজারের  আন্ডারে  রিসার্চ  চালিয়ে  যেতে পারে!"

প্রেমমতীর  চোখের  স্ফুলিঙ্গ তখন আগুন  হয়ে জ্বলছে!কাটোরিয়া সরাই  এর স্যাঁতস্যাঁতে  এক কামরার  ঘরে সরোজের  কাহিনী একটি দাবানল---

 

লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

লেখিকার পরিচিতি –        

জন্ম-কলকাতায়  আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা 

প্রকাশিত গ্রন্থ

১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)

ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে যুক্ত

ক্রমশ …………

১০ম পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার