ওরা এসেছিলো নিঃশ্বাস দিতে
ভালোবাসার কবিতা হয়ে
সৌহার্দ রক্ষার স্বার্থে,বিশ্বাস
হাতে
আমার মনের জানালা খুলে দিতে
বললো সবাই " আমরা আছি,থাকবো--
তোর পাশে,তোর সাথে,"
এগিয়ে চলার অঙ্গীকারে
আরো কিছু মুখ দূরে তবু কাছে
বন্ধু ওরা আমার একান্তই
আত্মীয়
এসেছিলো ওরা দূরে,কাছে,মনে,
ওরা এসেছিলো আলোকের পথে,
অন্ধকারে মগ্ন আকাশে ভোর
ফোটাতে
আমার জীবনসঙ্গীর জীবনের জন্য,
আমার যুদ্ধে সহযোদ্ধা হয়ে।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি -
স্বনিয়োজিত সংস্থায় সিভিল ইঞ্জিনিয়ার পদ থেকে অবসরপ্রাপ্ত। পরিবেশবিদ, আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থা Health Climate Initiatives এর সঙ্গে যুক্ত ।