রাত্রি নিশীথে চলতে কখনো
ভুলে ছিল যারা পথ,
আমরা তাদের হৃদয় বুঝিনি
কি ছিল তাদের মত ।
কত লাঞ্ছনা, গঞ্জনা
তারা
সয়েছিল বার বার,
একটাই ছিল কর্ম যাদের
স্বাধীনতা আনবার ।
ছিল না চিন্তা, কিভাবে
কোথায়
জিতবো অথবা হারি
দেশের জন্য দিতে প্রস্তুত
অতল সাগর পাড়ি ।
ছিল না তারা অক্ষম, তাই
উদ্যমে ভরপুর,
শুরু থেকে শেষ কন্ঠে তাদের
স্বাধীনতাকামী সুর ।
আজ যদি তারা মর্ত্যে নেমে
এসে দেখে হানাহানি,
আমাদের দশা দেখে ভাবতো
এ কোন দেশের প্রাণী ।
ভেদাভেদ ভুলে ছিল তারা এই
ভারতেরই সন্তান,
উচ্চ-নীচ, ধনী-দরিদ্র
একতায় বাঁধা প্রাণ ।
চেয়েছিল তারা ভারতমাতার
ঘরে থাক সুখে লক্ষ্মী,
আজীবন যেন সকলেই থাকে
দেশের সজাগ রক্ষী ।
রাজনৈতিক স্বাধীনতা লাভে
আমরা আত্মহারা,
যারা সংগ্ৰামে শুধুই মরলো
কিছুই পেল না তারা ।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি -
জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতক, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।
ভাল লাগে সঙ্গীত, সাহিত্য, বইপড়া, দর্শন, মনোবিজ্ঞান, যোগব্যায়াম, আধ্যাত্মিকতা, প্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদী, মুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।