তুমি আমার নয়নের মণি ছিলে
হয়ত এখনও আছ
একদিন কোথায় হারিয়ে গেলে
সেটা অনেকেই করে
এজন্য কি আনা কারানিনা মরে
কি ভেবেছিলে ?
যুদ্ধে তোমার হবে একার জয়
সেটা কি সর্বদা হয়
আমার কথা একটুও ভাবনা
ভাবনা যে এমনটাও নয়
কথাগুলো শুনতে খারাপ লাগে
তবু বলতে হয়
অমৃত মন্থন কবে যে শেষ হবে
আমার কোন নেই দায়বদ্ধতা
তাও অনুভব করি মাঝেমাঝে
তোমার সেই পুরোনো নিঃশ্বাস
গরমের ঘাম,নোনতা
স্বাদ
সেটাই কি আমার বাধ্যতা ।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি -
পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।