Advt

Advt

duswapner-vitar-shabda-kabita-poem-poetry-by-dr.sunandan-shikdar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-দুঃস্বপ্নের-ভিতর-শব্দ-কবিতা-ডাক্তার-সুনন্দন-শিকদার


দুঃস্বপ্নের ভিতর হাড় হিম করা শব্দ শুনি ।

কিংবা আসলে কোন শব্দই নাই,এক অস্থির নৈঃশব্দ্য বাদে –

বধ্যভূমির দেয়ালে যেন তার ক্ষীণ আর্তনাদ লেগে  ,

মনে হয়,আমিও আজ পথ হাঁটি নীরব প্রতিবাদে ।

 

আরও কত মর্মান্তিক মৃত্যু দেখব আমি ? দেখব উর্দি-ধারী সন্ত্রাসের জয় ?

মনে হয় , কুর্সির চোখে সবচেয়ে বড় পাপ , প্রশ্ন করা  , সত্যের অবিচল সেবা

আর থাকা , রাত্রির স্বৈরাচারের চোখে চোখ রেখে নির্ভয়  ।

ভেঙে না গিয়ে , আপন অস্তিত্বের বাইরে বেরিয়ে, কদিন , কেবা -

 

বেঁচে থাকে , থাকতে পারে , রাষ্ট্রীয় সন্ত্রাসে নির্বিকার ; ইলা মিত্রের মত ?

ভাবি,গলাটিপে মেয়েটিকে যারা হত্যা করল,তাদের চেতনা ফেরেনি আর্তস্বরে ।

তাদের হৃদয়ে লবণ জমে জমে কঠিন  – একবিন্দু কান্নাতেও গলবে না ,

ভোররাতে শেফালিকা ঝরে গেল , অস্থির অন্ধকার ঘরে ।

 

দুঃস্বপ্নের ভিতর থেকে থেকে শেষ আর্তস্বর শুনতে আমি পাই ।

হাড় হিম হয়ে যায় , নদীর ধারে পথ আমার কাঁদে ,

চলো আমরা বেরিয়ে পড়ি , প্রদীপ নিয়ে হাতে ,

চলো আমরা পথ হাঁটি , নীরব প্রতিবাদে । 

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি –

জন্ম  ১৯৭৪  পেশায় চিকিৎসক এমডি , ডিএম  কার্ডিওলজিস্ট ) কবি , সমালোচক , রবীন্দ্র অনুরাগী  শনিবারের চিঠির সম্পাদক সজনীকান্ত দাসের পৌত্র 

ছোটগল্প প্রকাশিত হয়েছে নবকল্লোল , শনিবারের চিঠি ( নবপর্যায় ), সুদক্ষীণা , গল্পপত্র , কাথাসাহিত্য , শারদীয়া দক্ষীণীবার্তা , কবিতা  গল্প বারোমাস , কালপত্রী , ইছামতি বিদ্যধরী অন্ধপক্ষ প্রভৃতি পত্রিকায়  নানা লিটল ম্যাগাজিনে

গল্পগ্রন্থ : সৈকত শিল্পী , বনবিহঙ্গ  

উপন্যাস:  সমান্তরাল