এখন এই সদ্য শৈশব ভোর,
রাতের ক্লান্ত মায়া ফিরছে
বাসায়।
গঙ্গা থেকে ভেসে আসা--
মায়াবী বাতাস খোলা
জানালায়!
বিনিদ্র চোখে যেন মায়ের
হাতের স্পর্শ
মন বড়ো শান্ত, ঘুম ঘুম
আবহে
বসে আছি , চিন্তাগুলো
পাশাপাশি শুয়ে।
সুখ অসুখ জরা ব্যাধি বিহীন
ব্রাহ্মমুহূর্ত,
দূরে অস্পষ্ট তরুছায়ায়
ঈশ্বরের অস্তিত্ব যেন।
পাখির কূজন শুনে বুকের মাঝে
ঢেউ ওঠে,
মেঘের দেশে পাড়ি দিতে চায়
মন।
না লেখা কবিতাগুলো ঘাই মারে
বড়ো ইচ্ছে করে একান্তে
হারিয়ে যাবার।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি -
স্বনিয়োজিত সংস্থায় সিভিল ইঞ্জিনিয়ার পদ থেকে অবসরপ্রাপ্ত। পরিবেশবিদ, আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থা Health Climate Initiatives এর সঙ্গে যুক্ত ।