Advt

Advt

bhil-protirodh-kabita-poem-poetry-by-poet-subhas-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ভিল-প্রতিরোধ-কবিতা-কবি-সুভাষ-সরকার

আমার নীরবতা আরো একটা কলঙ্ক-রাত ডেকে আনতে পারে। এই আশংকায়

কলমের বদলে আজ লাঠি হাতে জেগে আছি রাত-পাহারায়।

এমন দুর্বৃত্ত-রাজ এমন আতঙ্ক-রাত কল্লোলিনী কোলকাতা দেখেনি কখনো।

আতঙ্কিত মা-বোনেরা, নির্ভয়ে ঘুমোতে যাও, দেখি কোন্ রাজধর্ষকেরা

আমাকে না হত‍্যা ক'রে তোমাদের লজ্জা লুঠে শুরু করে মদের ফোয়ারা।



শাসকধর্ষক তুমি। সাবধান হও। নির্বোধ লেঠেল যতই মজুদ,

জনতার রোষে ছত্রভঙ্গ হবে আজ তারা,তোমার পুলিশ।

নীলরক্তে যখনই বিষ ঢালে বিদ্রোহের মুহূর্ত-ছোবল,

তার মৃত‍্যু সময়ের অপেক্ষামাত্র।

যতই আশ্বস্ত করুক তাকে,গুপ্ত শলাঘরে বসে,পারিষদদল।

 

এই স্বৈরশাসনের বিরুদ্ধে আমার প্রতিটি কবিতা আজ মনে মনে,

কাব‍্য নয়,ক্রোধ। ছত্র ছত্রে যার প্রতিবাদ,ভীমনাদে

ভিল-প্রতিরোধ। 

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।  

কবি পরিচিতি -

বাংলা কবিতার সাতের দশকের এক প্রতিবাদী কবিমুখ,সুভাষ সরকার।         

অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ রাজ‍্য সরকারি আধিকারিক।

প্রকাশিত কাব‍্যগ্রন্থ : *প্রিয় মাতৃমুখ*;*অনুসন্ধানপর্বের কবিতা*;*কবিতা কৃষ্ণপক্ষে*

*ঈশ্বরীকথা সমগ্র*।

শীঘ্র প্রকাশের পথে : *আধিপত‍্য নয়*এবং নির্বাচিত একশো কবিতার ইংরেজি অনুবাদ।

সম্পাদিত পত্রিকা : *কবিতা ও গল্প বারোমাস*।