Advt

Advt

asukh-kabita-poem-poetry-by-kabi-subhas-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-অসুখ-কবিতা-সুভাষ-সরকার


 

নীরব অশ্রুপতনের কোন চিত্রকল্প হয় না। কোন আলোতেও ফোটে না

প্লাবিত চিবুক।

তবু তার কবেকার অশ্রুমাখা মুখ

শব্দ হয়ে ভাষা হয়ে কালের কবিতা হয়ে হৃদয়ের অসংখ‍্য অসুখ।

 

আমরা আকার বুঝি,নিরাকারে নিবিড় শূন‍্যতা।

অথচ আকারে ও নিরাকারে অণুমাত্র অনুভূতি সব,

মূল‍্য মাপে আর সব নিছক অজ্ঞতা।

 

না-বলা অনেক কথা যে শোনে সে সব শোনেবাকিটুকু কুশলী সীবন।

দুর্লভ সখ‍্যকালে যে-রমণী দুর্ভেদ‍্য তাকালো, অনাদরে অপ্রেমে তার

যাপিত জীবন।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।  

কবি পরিচিতি -

বাংলা কবিতার সাতের দশকের এক প্রতিবাদী কবিমুখ,সুভাষ সরকার।         

অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ রাজ‍্য সরকারি আধিকারিক।

প্রকাশিত কাব‍্যগ্রন্থ : *প্রিয় মাতৃমুখ*;*অনুসন্ধানপর্বের কবিতা*;*কবিতা কৃষ্ণপক্ষে*

*ঈশ্বরীকথা সমগ্র*।

শীঘ্র প্রকাশের পথে : *আধিপত‍্য নয়*এবং নির্বাচিত একশো কবিতার ইংরেজি অনুবাদ।

সম্পাদিত পত্রিকা : *কবিতা ও গল্প বারোমাস*।