Advt

Advt

amritadhara-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-অমৃতধারা-দীপাণ্বিতা-বন্দ্যোপাধ্যায়


 

মেঘেরা সব ভেসে চলে

সুদূর আকাশপানে ,

ধৌত করতে প্রাঙ্গণ

অমৃত বারি সিঞ্চনে ।

তীব্র দাবদাহে শুষ্ক ধরা ,

শুষ্ক খাল-বিল , নদী ।

পুনরায় প্রাণ পায়

দয়া করে মেঘেরা যদি ।

ক্ষুদ্র তৃণ , গুল্ম , তরুলতা

মেঘের পানে জানায় আকুতি __

তব জলধারা বর্ষণ করো

শুষ্ক নির্জলা ধরণী প্রতি ।

মেঘেরা সব ঝরায় জল

ধরাকে করতে সুশীতল ।

পূর্ণ হয় জলাশয় ,

মৃত্তিকা হয় রসময় ।

তরুলতার বাঁচে প্রাণ ,

বাঁচে প্রাণীকুলের জান ।

ধরা হয় শস্যশ্যামল ,

তরুশাখে ফুল ফল ।

তব অমৃত বারিধারা

রক্ষা করে বসুন্ধরা ।

তব সুধা বারি বর্ষণে

রক্ষা পায় সর্বজনে ।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি –

শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।