খানিক সংশয় ছিল না যে তা নয়,তবু তোমাকেই ভেবেছি
প্রথম আশ্রয়।
দুর্বোধ্য হরফে কেউ বার্তা দিয়ে রেখেছিল, বিপদে অভয়।
আমাদের ধর্মাচারে মিথ্যে ছিল অধিকাংশ, লোকাচার ভয়।
ধর্মের অধর্ম নিয়ে কত কী বললে সেদিন, প্রতিবাদে অনড় আশ্বাস।
প্রতিদিন একটু একটু করে তোমাতেও জন্মেছিল আমার বিশ্বাস।
সেই তুমি,অবিনাশ,এতোটা ধর্মান্ধ আজ,এত অনায়াস!
এখন আশ্চর্য হবো না এতটুকু, আমার বধ্যভূমে যদি
তুমিও ব্রুটাস!
কবি পরিচিতি -
বাংলা কবিতার সাতের দশকের এক প্রতিবাদী কবিমুখ,সুভাষ সরকার।
অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ রাজ্য সরকারি আধিকারিক।
প্রকাশিত কাব্যগ্রন্থ : *প্রিয় মাতৃমুখ*;*অনুসন্ধানপর্বের কবিতা*;*কবিতা কৃষ্ণপক্ষে*;
*ঈশ্বরীকথা সমগ্র*।
শীঘ্র প্রকাশের পথে : *আধিপত্য নয়*; এবং নির্বাচিত একশো কবিতার ইংরেজি অনুবাদ।
সম্পাদিত পত্রিকা : *কবিতা ও গল্প বারোমাস*।