Advt

Advt

voot-bari-kabita-poem-poetry-by-subhas-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ভূত-বাড়ি-কবিতা-সুভাষ-সরকার

voot-bari-kabita-poem-poetry-by-subhas-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ভূত-বাড়ি-কবিতা-সুভাষ-সরকার

আমাদের সেকেলে বাড়ির সামনেটা আগাছায় ভরে গেছে।

'বাড়িতে কারো যাতায়াত নেই। ফাঁকা পড়ে আছে।

'বাড়িতে নিরিবিলি এখনো শৈশব,কিছুটা কৈশোর,সংগোপনে কাটে।

 

ভোগ‍্যপণ‍্য একই থাকে,রুচি বদলায়। বদলে যা-কিছু পায়,

তাতে বাস্তবতা আছে,যাদুটা কোথায়!

আমাদের পুরোনো বাড়ি,তার দেয়ালে দেয়ালে যা

শৈশবের হাতেখড়ি,অনর্থ অসীম ;

নতুন কুঠিতে অংশমাত্র নেই তার।

নতুন শৈশব,কত কী শেখার ল‍্যাপটপে মগ্ন সারাদিন।

 

একাবাড়ি একলা থাক ভূতেদের দেশে। একদিন না-হয়

অকস্মাৎ দেখা হবে ভূতবাড়ি পর্যটনে এসে।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।  

কবি পরিচিতি -

বাংলা কবিতার সাতের দশকের এক প্রতিবাদী কবিমুখ,সুভাষ সরকার।         

অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ রাজ‍্য সরকারি আধিকারিক।

প্রকাশিত কাব‍্যগ্রন্থ : *প্রিয় মাতৃমুখ*;*অনুসন্ধানপর্বের কবিতা*;*কবিতা কৃষ্ণপক্ষে*

*ঈশ্বরীকথা সমগ্র*।

শীঘ্র প্রকাশের পথে : *আধিপত‍্য নয়*এবং নির্বাচিত একশো কবিতার ইংরেজি অনুবাদ।

সম্পাদিত পত্রিকা : *কবিতা ও গল্প বারোমাস*।