চক্ষু অপারেশনের পরে কয়েকটা দিন
গভীর অন্ধকার দেশে ডুবে গিয়েছিলাম।
তারপরে, আবার আলোয় ফিরে এলাম...
একেই পুনরুত্থান বলে কিনা জানিনা!
যারা বলে যিশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার
পরে রেজারেকশন কখনই সম্ভব না--
আমাদের পার্থিব জীবনে সুখ-দুঃখের
দোলাচলে,এমন সব পুনরুত্থান আজ
মনে হয়,অসম্ভব বুঝি নয়...
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি :
জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ, ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) , "গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members : Bangadesh, Bhutan, Nepal & Maldives" ( প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি ।