Advt

Advt

path-kabita-poem-poetry-by-amar-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-পথ-কবিতা-অমর-বন্দ্যোপাধ্যায়

null
 

পথ চলে গেছে। জানতাম না।

ঠেলা খেতে খেতে চলে আসা।

বারবার তাড়া খাওয়া।

কখন যে পথে এসে পড়েছি আমি।

বাতাস নিয়েছে আমাকে ধরে।

মাটিতে গড়িয়ে শূন্যে ভাসিয়ে,

ধুলোয় কাদায় মাখিয়ে

সে আমাকে ঘোরাচ্ছে।

বন থেকে বনে,শাখায় ডালে,

পল্লবে ফুলে ফলে আদিগন্ত আকাশে তুলে

নাচিয়ে পথে এনে ছেড়েছে।

 

 মনি বললো চল ছুঁয়ে দেখি।

কী ?

পৃথিবীর মাটি আর আকাশের জল।

কেন?

এরাই তো সত্য,বাকি সব ফাঁকি,শূন্য!

 

আকাশে রামধনু এপার ওপার।

তার সাত রং ছুটছে নীলের দেশে।

পৃথিবী মেতেছে রঙে। 

 

সে বললো আয়,

ছুঁয়ে দেখি পৃথিবীকে।

 

এই বলে সে মেলেছে ডানা।

আর আমিও  দুহাত শূন্যে তুলেছি।

অমনি সে হাত দুটি মেলেছে আমার দুটি ডানা।

 

এইভাবে বিষাদ অরণ্য পেরিয়ে

দু’জনায় পাশাপাশি উড়াল।

ওমা কোথায় শূন্য?

সে তো হাওয়ার পূর্ণতা।

আনন্দ অনন্ত সোম, অগ্নিস্নাত।

মেঘের ভেলায় চড়ে ইচ্ছেবাড়ি

খুঁজে পাওয়ার তীব্র যাতনা। 

এখানে ঝড়ের খেয়া নেই।

তবু এই উড়াল,এই প্রেম,

এই কান্না জুড়ে বিভ্রান্ত কবিতা। 

 

মণি আর আমি - পৃথিবীর শ্রেষ্ঠ রূপকথা।

উড়াল শরীরে নরম আগুন,

আশ্লেষ,অনুকম্প এবং নূপুরের

ধ্বনি বাজে ছলক ছলক।

তালকম্পনে ধেই ধেই আছড়ে পড়ে বাতাস,

অনুরণনে মণি উদ্ভাসিত। কেউ নেই, কিছু নেই

আমাদের তবু এক পথ আছে।

কল্পনার পথ সেই চলেছে যেখানে,

আমিও ধাই সে পথে। সম্যক রূপ কোথায়?

কোথায় সংস্কার - আত্মার দহন!

মাটি জল আলো বাতাস প্রকৃতি আর আগুন

আর আমরা মানুষ।

মাটি থেকে আকাশ - সর্বত্র সেই পথ।

সেখানে মণি আর আমি –

এক নর ও এক নারী।

 

কবি পরিচিতি –

বর্তমানে অবসর প্রাপ্ত শিক্ষক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

এম এ (ডাবল), বি এড

মূলত ছোটো গল্পকার, কবি ও প্রাবন্ধিক।

একটি প্রকাশিত উপন্যাস - রাঙ্গামাটি ঝাড়খণ্ড

 

প্রবন্ধের বই - 1) ফ্যাসিবাদের আগ্রাসন ও রবীন্দ্রনাথ 2) কলম্বাস - একটি সংগ্রামের নাম

3 ) বাংলাদেশ, জ্যোতি বসু ও আন্তর্জাতিকতা

4) রাইখস্ট্যাখ জ্বলছে

 

ইংরেজি ভাষায় লেখা বই - 1)  A bi- centenary of Frederick Engels 2 ) A journey to the homeland of Buddha 

3) Bio - Pic of Paul Robson 4) Pd. Iswar ch. Vidyasagar 

 

অনুবাদ : Alice In Wonderland 

 

একটি প্রকাশিত উপন্যাস - রাঙ্গামাটি ঝাড়খণ্ড

ছোটো গল্পের বই যন্ত্রস্থ।

সম্পাদক - কালপত্রী সাহিত্য পত্রিকা 

ছোটো গল্প প্রকাশিত হয়েছে 

গল্পগুচ্ছ, নন্দন, কবিতা ও গল্প বারোমাস, কোজাগর, পলিমাটি, শিক্ষা ও সাহিত্য, এখন ইছামতী বিদ্যাধরী, কালপত্রী ইত্যাদি।