একটু দেরি হবে
তাই না
হোক দেরি
জানি মাঝেমাঝে মনে করা
যায়না
হয়ত বা ইচ্ছে করে না
বোবা হয়ে থাকলে
ও হবে নিলম্বিত
তোমার শেষ যাত্রা বিলম্বিত
নীল আকাশ,তারা
ঝলমলে রাত
অট্টহাস্য অথবা সুরের
মূর্ছনা
কখনও দুঃখ ভোলার কবিতা
ভালবাসা,বেলা পর্যন্ত
ঘুম
নদীর বুকে সাঁতার
ফুটবলের দাপাদাপি
ভুলে থাকা যায় না
একটা দৈত্য আসতেই পারে
ওকে চিনতে হবে
ওটা তোমার আশেপাশে ঘোরে
প্রয়োজনে তোমার কাঁধে চেপে
বসে
তুমি থাক অদ্ভুত এক ঘোরে
আমার কথাটা
দেরিতে হলেও ,জানি
ভাবতে হবে
ভুলে যাবেনা জীবনের ছবি
হোক সেটা রূপকথা
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি -
পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।