Advt

Advt

mahara-kabita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মহড়া-কুমার-আশীষ

mahara-kabita-poem-poetry-by-kumar-ashish-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-মহড়া-কুমার-আশীষ


শ্যাওলা ধরা সম্বন্ধকে

একটু মনের রোদে রেখে

ঝরঝরে করে নিলে

কদিনের মতো নিশ্চিন্দি,

কিন্তু শব্দগুলোই ঝামেলা পাকায়

পাগলামির খেতাব জুটিয়ে দেয় কপালে।

আবেগের রুদ্ধ ধ্বনিকে

অমর করে রাখার বৃথা চেষ্টা

স্বাধীনতার আগুনে-হাওয়া লাগলেই বিপদ

উশৃঙ্খল শক্তি উঁকি মারে

বন্দুকের নলে অহিংসার কার্তুজ ভরে

মাঝে মাঝেই মহড়া দিয়ে তৈরী থাকা

মাধুর্য-ক্লান্ত শেষ বিকেলের স্রোতে

ইচ্ছাগুলো ভাসিয়ে দেওয়া

শাশ্বত ব্যথা ফুটে ওঠে অবনত মুখে

পোড়া প্রাণের জ্বালা মেটাবে আকাশকুসুম ।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

কবি পরিচিতি -

জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতককেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।

ভাল লাগে সঙ্গীতসাহিত্যব‌ইপড়াদর্শনমনোবিজ্ঞানযোগব্যায়ামআধ্যাত্মিকতাপ্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদীমুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।