ভোরের আলো জাফরীকে জড়ায়
বাইরে স্টেটসম্যান কাগজ ফেলা
আকাশবাণী দিন শুরুর আওয়াজ
দিল
মায়ের চাপা স্বরে 'বিপদে
মোরে রক্ষা কর' গান
বাবলা গাছ হালকা গন্ধ ছড়ায়
নিম পাউডারের ঘস্ ঘস্
জিলে সিংয়ের সাইকেলের ঘন্টা
বাজে
স্কুলের খাতায় বাবা চোখ
বুলিয়ে নিল
লেখাপড়ার রোজনামচা
পাশের বাড়ির পরোটার সুবাস
বেলা বাড়ার ইঙ্গিত
ধীরে ধীরে দিন বছর এগোয়
কত কি হল
আখবার পেপার হল
ইমতিহান,
সেটাও তাই
ডবল রোটি ব্রেড
বাস ভ্রমণের পাস
ইনসাফ ন্যায় হয়েছে
কিছু একটা হয়েছে।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি -
পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।