Advt

Advt

karbi-vraman-tour-probondho-travel-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-কার্বি-ভ্রমণ-দ্বিপাণ্বিতা-বন্দ্যোপাধ্যায়


 

বাড়ি থেকে বেরিয়ে ছিলাম জুন মাসের ৯ তারিখ রাত ১০ টার সময় ব্যাংকক যাত্রার উদ্দেশ্যে কোলকাতা বিমানবন্দরের পথে । ঘড়ির কাঁটা ধরে ১০ তারিখ রাত দুটোয় কোলকাতা বিমানবন্দর থেকে আমাদের বিমান সফর শুরু হয় । থাইল্যান্ডের ঘড়ির সময় আমাদের থেকে আরও দেড় ঘণ্টা এগিয়ে । তাই আমরা যখন ব্যাংকক বিমানবন্দরে নামলাম তখন দেখি ঘড়িতে ছটা বাজে । কিন্তু আমারা আকাশপথে ছিলাম মাত্র আড়াই ঘণ্টা ।  

ব্যাংকক থেকে কার্বির বিমানের সময় সকাল সাড়ে সাতটা । ব্যাংকক বিমানবন্দর সুবিশাল ___ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমারা মেট্রো রেলের মাধ্যমে অন্তর্দেশীয় বিমানবন্দরে এসে পৌঁছলাম এক ঘণ্টার মধ্যে । সময় কম থাকায় আমরা সকলেই চিন্তিত ছিলাম কিন্তু আমাদের চিন্তা দূর করতে সাহায্য করেছে বিমানবন্দরের ভিতরে অবস্থিত কয়েকটি চলন্ত সিঁড়ি , চলন্ত হাঁটাপথ , ও মেট্রো রেল । দেড় ঘণ্টার বিমান সফর শেষে আমরা কার্বিতে এসে পৌঁছোই ।

কার্বি বিমানবন্দর থেকে হোটেলের যাত্রাপথেই আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকি । আমি এই প্রথম বিদেশ ভ্রমণে বেড়িয়েছি । ইতিপূর্বে ভারতবর্ষের অনেকগুলি রাজ্যে অবস্থিত সমুদ্র সৈকত আমার দেখা । আমি দেখেছি __ পুরীর সমুদ্র তরঙ্গের ঘাত প্রতিঘাত , মুম্বাইয়ের শান্ত সমুদ্র , গোয়ার সমুদ্র সৈকতের সৌন্দর্য , কেরালা কন্যাকুমারীর সমুদ্রের ছোটো ছোটো ঢেউ ।

কার্বির সমুদ্র গর্ভ থেকে জন্ম নেওয়া রং বেরঙের ছোটো ছোটো পাহাড়ের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে । কার্বি হল আন্দামান সির তটভূমি । সেখানকার মানুষরা ' লঙ টেল বোটে ' চাপিয়ে আমাদের বিভিন্ন দ্বীপ ভ্রমণে নিয়ে গিয়েছিল । দ্বীপগুলোর নাম খুব মজার , যেমন __ ফি ফি আইল্যান্ড , চিকেন আইল্যান্ড , হঙ আইল্যান্ড , সামুই , পোডা ,টুপ  প্রভৃতি ।


সমুদ্র তরঙ্গে দোদুল্যমান বোটের সেই যাত্রা সত্যি রোমাঞ্চকর । বোটের বেশীরভাগ অংশ কাঠ দিয়ে ঘেরা যাতে কেউ না পরে যায় । কিন্তু তার ফাঁক দিয়ে ছুটে আসা সমুদ্র জলের স্পর্শ
, জলের বিভিন্ন রং ও ঢেউয়ের নাচন দীর্ঘদিন আমার মনকে আকৃষ্ট করে রাখবে । একেকটা দ্বীপে নামার পর দেখলাম __ তারা প্রত্যেকে পৃথক পৃথক প্রাকৃতিক সৌন্দর্যে সুসজ্জিত হয়ে রয়েছে । একটি দ্বীপে অবস্থিত একটি পাহাড়ে অনেক তরুণ তরুণীরা ওঠবার চেষ্টায় ব্যস্ত । পাহাড়ে ওঠার রোমাঞ্চকর মুহূর্ত আমরা উপভোগ করছিলাম । বোটে যেতে যেতে আমরা সমুদ্র জলের বিভিন্ন রং দেখছিলাম ।



চিকেন আইল্যান্ডে নামতে দেওয়া হয়নি । সমুদ্রে ভাসতে ভাসতেই দেখছিলাম , ঐ আইল্যান্ডটির গঠন । আইল্যান্ডের সামনের অংশের গড়ন , ঠিক মুরগির গলা ও মাথার মতন । ঐ দ্বীপের নামকরণ কে করেছিলেন,তা জানি না  । কিন্তু তিনি সঠিক নাম দিয়েছিলেন । একেকটা দ্বীপে অবস্থিত একেকটি পাহাড়ের রং অদ্ভুত ___ কোনটার রং হাল্কা হাল্কা সবুজ , কোনটা কিছু অংশে কালো কিছু অংশে লাল , আরও কত রকম রংয়ের ঝলক। আমি তাদের বর্ণবৈচিত্র্য , তাদের আকৃতি ভাষায় প্রকাশ করতে পারলাম না । পাহাড়ের খাঁজে জন্মানো উদ্ভিদরাও যেন রূপের বাহার । ঈশ্বর রং তুলিতে সাজিয়েছেন নিপুণ হস্তে  । এইসব সৌন্দর্য উপলব্ধি করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকদের সমাবেশ ঘটছে কার্বিতে ।



কার্বি হল থাইল্যান্ডের দক্ষিণ প্রান্তে অবস্থিত । টুপ আইল্যান্ড থেকে সূর্যাস্ত দর্শন অসাধারণ । পোডা আইল্যান্ড থেকে সমুদ্রে নেমে আমরা স্নান করেছিলাম । সেখানকার সমুদ্র শান্ত । সেখানে আমরা স্থানীয় মানুষের কাছে দুপুরের সুস্বাদু আহার করেছিলাম ।এখানের সমুদ্র তট জুড়ে সাদা বালির সৌন্দর্য অপূর্ব । সারাদিন ধরে সমুদ্র ভ্রমণ করে আমরা এক অনাবিল সৌন্দর্য উপভোগ করেছিলাম । কোলান্টায় জলের তলায় ভ্রমণ করার সাক্ষী আমি হইনি । কিন্তু অন্যান্য পর্যটকদের কাছ থেকে আমি তার অসাধারণ গল্প শুনেছি ।

কার্বিতে আমরা চার রাত তিন দিন থাকবার পর ফ্রুকেটের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম ।

লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

লেখিকার পরিচিতি –

শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।