Advt

Advt

kan[pe-jodi-karo-thont-kabita-poem-poetry-by-manisha-kar-bagchi-tatkhanik-digital-bengali-web- bangla-online-e-magazine-কাঁপে-যদি-কারো-ঠোঁট-কবিতা-মনীষা-কর-বাগচী

null
 

তেমন ভাবে চেনা হলো না তোকে

জানাও হলো না ভালো করে

কোনো বাঁধন‌ও নেই।

 

হয়তো শেষ বসন্তের কৃষ্ণচূড়া রাঙাতে পারেনি চিত্ত

কোকিলের কুহুতান স্পর্শ করতে পারেনি অন্তঃস্থল।

 

তবু

তবু অনন্ত আশা নিভৃতে শূন্যে বাঁধে ঠাই

গভীর দহনে তোলপাড়  আদি,অন্ত।

 

অমসৃণ আলপথে পথ ভোলা পথিক

অশ্রু ধারায় লিখে রাখে শেষ সংলাপ

কচি ধানের শীষে গেঁথে রাখে বিরহের গান !

 

কোনো কোমল হৃদয় কখনও ছুঁয়ে দেখে যদি

তার বেদনায় কাঁপে যদি কারো ঠোঁট।।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

বি পরিচিতি –

মনীষা কর বাগচী বিয়ের পর দিল্লিতে আসেন। শৈশব এবং কৈশোর কেটেছে সবুজে শ্যামলে ঘেরা নদীয়া জেলার মাঝেরগ্রাম নামক একটি গ্রামে।

স্কুল থেকেই লেখা লিখি শুরু  নিজের মনেই লিখে যেতেন কত কিছু। আজ সে সব লেখাগুলোও  হারিয়ে গেছে। লেখার অনুপ্রেরণা জোগান সেজোকাকা কবি নিশিকান্ত বাগচী

দেশে এবং বিদেশে অসংখ্য লিটিল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়।  প্রতিদিন কিছু না কিছু লেখেন  শ্রদ্ধেয় কাকু বিরাট বৈরাগ্যের সহায়তায় হরিচাঁদ ঠাকুরের গান লিখেছেন।  

এ পর্যন্ত লেখিকার নিচের আটটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

১ নীল দিগন্ত 

২ চোখের কোণে জল

৩ নূতন ভোর

৪ বসন্তরেণু

৫ শিউলি বেলার সুর

৬ বিবর্ণ বনলতা

৭ তপন বাগচী গভীর অনুধ্যান

৮ স্বপ্ন সফর (গল্প ব‌ই)

দুটি কাব্যগ্রন্থ প্রকাশের পথে।

১ শিমুলরঙা সূর্য