Advt

Advt

iha-kanch-nagari-story-upanyas-galpo-5th-part-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইহ-কাঁচ-নগরী-উপন্যাস-কৃষ্ণা-মিশ্র-ভট্টাচার্য

ধারাবাহিক উপন্যাস প্রতি বৃহস্পতিবার ।

iha-kanch-nagari-story-upanyas-galpo-5th-part-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ইহ-কাঁচ-নগরী-উপন্যাস-কৃষ্ণা-মিশ্র-ভট্টাচার্য 

পর্ব--

I have found the warm caves in the woods,

Filled them with skillets, carvings, shelves

Closets, silks, innumerable goods.

--"the persistent problem of toxic liqur is a real and legal problem for our country!"

রমেশ স্যারের  গলা যেন রসায়ন  ল্যাবের  চার দেয়াল  ছাপিয়ে বাভ্রবির  কানে বাজে। প্রতিবার  বিভিন্ন  প্রদেশের  প্রত্যন্ত  গ্রামে,গঞ্জে  এধরনের  ঘটনা ঘটে--আর এর impact বা অভিঘাত  সবচাইতে  বেশি পড়ে  rural areas  এর শিশুদের  উপর।এবং অবশ্যই  মহিলাদের  উপর।রামদিনের  ভ্যাবলা চোখ দেখতে দেখতে বাভ্রবির  মন উথাল, পাথাল।

"Methanol has been  cited as the cause of many such incidents."

--স্যার,যদি এমনটাই  হয়,তাহলে methanol  কে banned করা হয়না কেন?"

দেখো,সেভাবে তো methanol কে সম্পূর্ণ  ভাবে  বর্জন করা যাবে না--তবে তামিলনাড়ুতে  এ ধরণের  স্পুরিয়াস  লিকার  এর  কয়েকটি কেস  হয়ে যাবার  পর Methanol  কে ১৯৩৭সালের prohibition Act এর  আওতায়  আনা হয়।

মজার  কথা কি জানো,যে সমস্ত  রুরাল  এরিয়ায়  এই  ঘটনাগুলো  ঘটে,সেখানকার  স্থানীয় মানুষ কিন্তু  জানেন  যে এই  স্পুরিয়াস  লিকার  তৈরি হয়; বিভিন্ন  মদের ভাটিতে  বিক্রি  হয়; সাধারণ  মানুষেরা এই  মদ খায় এবং--রমেশ স্যার চশমার  কাঁচ  মুছেছিলেন  রুমাল বের করে--।

রামদিন  হাঁটতে হাঁটতে নিমিসার  হয়ে লক্ষণৌ পৌঁছে গিয়েছিল।

--"আপনা গাঁও ছোড় কিউ দিয়া?"

--"গাঁও মেঁ হ্যাঁয় ক্যায়া ম্যাডাম জী? ভুক! বেমারি! ঠাকুর লোগোক্যাঁ মারপিট!"

-"হাঙ্গার!" বাভ্রবির মনে পলকেই উঁকি  দিয়ে গেল--কালাহান্ডি-সুন্দরগড়-এবং--বাঁশবনের হ্যাঙ্গারে  হাঙ্গার  ঝুলছে।

"স্বাধীনতার পর,ধীরে ধীরে ভারতবর্ষ থেকে দুর্ভিক্ষ বা ফেমিন চলে গেছে ঠিকই--কিন্তু  ভারতবর্ষ থেকে হাঙ্গার চিরতরে বিদায় নিয়েছে একথা  বলা যাচ্ছে না।" ক্যান্টিনে বসে ফ পিরিয়ডের  আড্ডায়  এরকমই  বলেছিল বাভ্রবিদের  একবছরের  সিনিয়র, অর্থনীতির  তুখোড়  ছাত্র  বিপুল বরা। বিপুলের  চোখ দুটো ছিল ঘন সবুজ  এবং নীলের মাখামাখি। বাভ্রবি হেসে বলেছিল--"বিপুল দা,আপনার  চোখে আকাশের  নীল আর অরণ্যের  সবুজের  খেলা--বড় ভাল  লাগে দেখতে।"

বিপুল  খুব অবাক  হয়ে বলেছিল--"এই  ছোয়ালি, এতো সুন্দর  কথা তুই  বলিস  কি করে?"

কফির পেয়ালায় চুমুক  দিয়ে ইংরেজির ছাত্রী চুমকি বলেছিল--"বিপুল দা,প্লিজ  ইলাবরেট!"

সিগারেট  ধরিয়ে অনেক টা দূরে একটি কৃষ্ণচূড়া  গাছের দিকে তাকিয়ে বিপুল বরা বলছিল--"কথা গুলো আমার  নয়। বিখ্যাত  অর্থ নীতিবিদ--যাঁরা ভারতীয় অর্থনীতির  সঙ্গে পরিচিত, তারা অনেকেই  মনে করেন যে ভারতের ওভার অল রেকর্ড  ইন  এলিমিনেটিং হাঙ্গার ,ম্যাল নিউট্রিশন--বিশেষত শিশু  এবং মায়েদের  ক্ষেত্রে টেরিবল! ভারতবর্ষের  বিভিন্ন  প্রদেশে শুধুই  যে persistent  recurrence of severe hunger-ই রয়েছে তাই নয়,বিখ্যাত  অর্থ নীতিবিদদের মতে ভারতবর্ষে ভীষণ ভাবে endemic  hunger রয়েছে. Peter Svedberg এর মত অর্থ নীতিবিদ অনেক সময় এটাও মনে করেন যে --অনেক মাপকাঠিতে  ভারতীয় শিশুদের  অবস্থান  দুর্ভিক্ষ পীড়িত  Sub-Saharan Africa-র থেকেও  খারাপ।"

--"ম্যাডাম  জী হো গিয়া।"

স্যান্ডেলটা পায়ে পরে রামদিনের  হাতে দু টাকা তুলে দিতে রামদিন তেমনই ভ্যাবলা চোখের  দৃষ্টি  মেলে বলল--"ম্যাডাম  জী,ছুট্টা নেঁহি হ্যাঁয়।"

বাভ্রবি হেসে বলল--"কোঈ বাত নেঁহি। রাখলো। তুম হারা  স্টোরি খতম নেঁহি হুয়া। লখনৌ সে দিল্লি তক্  লম্বী  কাঁহানি  হোগি। শুননা পড়েগা।"

রামদিনের  মুখে এবার  হাসি তরঙ্গায়িত  হলো--

--"ম্যাডাম  জী,মেঁ শোনাউঙ্গি  কাহানি। আপ আয়গো  মেরা ঘর?"

-"জরুর। কাঁহা রহতে  হো তুম?"

--ইহা-কাটোরিয়া সরাই মেঁ। থোড়ি দূর ইহাসে। কিসিকো মেরা নাম বঁতাকে পুঁছ লেনা--কোঈ ভী বঁতা দেঙ্গে।"

--"ঠিক হ্যাঁয়।" বলে পা বাড়ালো  বাভ্রবি--ওর চোখের  সামনে তখন কিউবার  সান্তা মারিয়া--অতলান্তের উচ্ছ্বসিত  জলরাশি ভেঙ্গে ভেঙ্গে পড়ছে পায়ের কাছে--জল ভিজিয়ে দিচ্ছিল  ওর শাড়ির  প্রান্ত--একটু দূরে যুধাজিত ওর ছাত্র,ছাত্রীদের  সাথে তুমুল  আড্ডায় ব্যস্ত। আসলে বাভ্রবি যুধাজিতের  সাথে একটা কনফারেন্সে হাভানা  এসেছিল--কনফারেন্স  শেষে  ওরা এই সান্তা মারিয়ার  ট্রিপটা করেছে ডিলিগেটসদের জন্য। অসাধারণ  এই  সান্তা মারিয়ার  সৌন্দর্য! এই  দেশটাকে যত দেখছে ততই মুগ্ধ  হচ্ছে বাভ্রবি। একটা ছোট্ট  দেশ--লড়াই  করে চলেছে --নিজের  স্বকীয়তা, নিজের  স্বাধীনতা এবং নিজের  অর্থ নীতির জন্য।এই  অর্থ নীতির কথা ভাবতে ভাবতেই  কখন যেন অতীত,বর্তমান, ভবিষ্যত এক হয়ে গিয়েছিল।

-"স্যার, গতকাল ফ্রান্সের  সিলভিয়া  সঙ্গে  আমার  কথা হচ্ছিল--ও কি অনায়াসে বলে দিল--"ইন্ডিয়া ইজ স্টিল  অ্যা ডেপেলাপিং কান্ট্রি  এন্ড ইন মেনি কেসেস  ইন্ডিয়া ক্যান,বি কমপেয়ারড  উইথ  সাব সাহারান  কান্ট্রিস! স্যার  হোয়াট  ডু য়ূ থিংঙ্ক?"

মৃদু হাসির  সাথে যুধাজিতের  কন্ঠ--"শ্রুতি,হোয়াট ডু য়ূ গাইস  থিংঙ্ক।" শ্রুতি,শান্তনু, কমল,স্নিগ্ধা জোরে হেসে উঠল। বাভ্রবি অবাক বিস্ময়ে ভাবল যুধাজিত কেন নিজের  মতামত  বলল না। কতদিন  তো ওর সাথে এ নিয়ে আলোচনা হয়েছে! তাহলে কী ছাত্র, ছাত্রীদের  সামনে নিজের  ভাবমূর্তি  বজায় রাখতেই  --;শ্রুতির  জোরালো কন্ঠ  ভেসে এলো--"স্যার,আই থিংঙ্ক  দে আর জেলাস  অব  আওয়ার  কান্ট্রি! দে আর টেলিং লাইস! আওয়ার  কান্ট্রি  ক্যান নট বি কমপেয়ারড উইথ  সাব-সাহারান  কান্ট্রিস।"

--"যূ আর অ্যাবসোলিউটলি  রাইট শ্রুতি! সাম  এরিয়াস আওয়ার  কান্ট্রি  ইজ ফার ওয়ার্স।"

--"ম্যাম,হোয়াট  আর য়ূ  টকিং  অব?"

শুধু শ্রুতি নয় সবাই  একসাথে যেন চ্যালেঞ্জ  জানায়!

--" judged  in terms  of the usual  standard  of retardation  in weight for age ,the proportion of undernourished children  in Africa is 20 to 40 percent, whereas the percentage  of undernourished  Indian  children is a gigantic 4o to 60 percent!"

--অতলান্তের জলের শব্দে দোলা খেতে খেতে কথাগুলো দূর- থেকে আরো দূরে  তরঙ্গায়িত  হতে থাকে---

ক্রমশ …………

৬ষ্ঠ পর্ব পড়ুন আগামী বৃহস্পতিবার 

লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

লেখিকার পরিচিতি –

জন্ম-কলকাতায়  আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা 

প্রকাশিত গ্রন্থ

১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)

ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে যুক্ত