Advt

Advt

haramjada-anu-galpo-short-story-by-rekha-nath-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-হারামজাদা-অণুগল্প-রেখা-নাথ

haramjada-anu-galpo-short-story-by-rekha-nath-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-হারামজাদা-অণুগল্প-রেখা-নাথ

 

ব্যাটা, বেহদ্দ ত্যাঁদড়। কিছুতেই বলছে না। সে হিন্দু না মুসলমান। মার শালাকে মার। পিটিয়ে তক্তা করে দে। মারের চোটে ভূত পালায় আর হারামজাদার মুখ থেকে বেরোবে না, হায় আল্লাহ, কি হায় রাম! 

ভিড়ের মধ্যে থেকে কেউ বলে, ব্যাটার প্যান্ট খুলে দেখে নিলেই হয়। হিন্দু না মুসলমান। উন্মত্ত জনতার হাতে যে নিরীহ লোকটি পড়ে-পড়ে মার খাচ্ছিল তার গায়ে একটা হাওয়াই সার্ট ও পরনে জিন্সের ট্রাউজার। গালে চাপ দাড়ি। চেহারা দেখে কিছুতেই বোঝা যায় না, সে কোন সম্প্রদায়ভুক্ত। সাম্প্রদায়িক দাঙ্গায় উত্তাল এলাহাবাদ শহর। জনতার হিংস্র রোষে আক্রান্ত নিরীহ লোকটির সারা শরীর রক্তাক্ত হতে থাকে। লোকটির শক্ত চোয়াল। ঘৃণায় কুঞ্চিত যেন মুখের রেখাগুলি। নির্মমভাবে জনতার কাছে সে মার খেতে থাকে। তবু মুখ খোলে না। হঠাৎ মৃতপ্রায় লোকটির ঠোঁট দুটি নড়ে উঠে। অত্যন্ত উদগ্রীব জনতা লোকটির মুখের কাছে ঝুঁকে পড়ে। শোনার জন্য। লোকটি কাকে ডাকবে। আল্লাহ কে না রামকে? লোকটি শেষ নিঃশ্বাস ফেলার আগে শেষ বারের মত চোখ মেলে স্পষ্ট উচ্চারণে বলল-হারামজাদা।

লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।

 

লেখিকার পরিচিতিঃ 

যদিও জন্ম পলাশীপাড়ানদিয়া জেলাপশ্চিমবঙ্গকিন্তু তাঁর শৈশববেড়ে ওঠাশিক্ষা-দীক্ষা সব এলাহাবাদেই। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে অর্থশাস্ত্রে এম.এ.। ১৯৮১ সালে এলাহাবাদ থেকে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "তূণীর" প্রকাশ করতেন। বিভিন্ন পত্র-পত্রিকায় (দেশে ও বিদেশে) লেখা প্রকাশিত হয়। হিন্দী ও ইংরাজিতেও লেখা প্রকাশিত হয়েছে। পানামার কবিরোখেলিও সিনান এর দশটি স্প্যানিশ কবিতা বাংলায় অনুবাদ করেছেন। 'অনুশীলন পত্রিকা'সুইডেন থেকে রাইটার্স অ্যাওয়ার্ড ২০১৩ সালে পেয়েছেন। ২০১০ সালে প্রকাশিত হয়েছে "ঈশ্বর ও মানুষ" ( অণু গল্প ও ছোট গল্প সংকলন)। লেখিকার অভিজ্ঞতাজাত কোভিড  সংক্রান্ত বই "কোভিড-১৯ আমার জীবন আমার লড়াই" গাঙচিল থেকে প্রকাশিত হয়েছেডিসেম্বর ২০২২ সালে।