Advt

Advt

dighal-dighir-katha-poem-poetry-kabita-by-subhas-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-দিঘল-দিঘির-কথা-কবিতা-সুভাষ-সরকার

dighal-dighir-katha-poem-poetry-kabita-by-subhas-sarkar-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-দিঘল-দিঘির-কথা-কবিতা-সুভাষ-সরকার
 

দিঘল দিঘিটি আজ পুণ‍্যবতী নয়। অর্ধেক পুকুরসম,

বাকিটা ভরাট।

অতৃপ্ত জলের আত্মায় গঙ্গাপূজো ঘরে দেয় গৃহিণী-ললাট।

প্রকৃতির গোসাঘরে কালসর্প ফোঁস করে,অকাল বিনাশ 

অনিবার্য হয়ে ওঠে চৌর্যচরাচরে।

ওই দেখ, নৈর্ঋতে জমেছে মেঘ, আতঙ্ক পূজিত হয় সর্বজনঘরে।

 

কালের প্রতিমা বিসর্জিত হয়ে গেছে গতকাল। কাঠামোটা পড়ে আছে

অদূরে কোথাও।

যদি ভালো গাও,

ইচ্ছেঘরে বসে আমি ভাসানের গান শুনি, আগেও শুনেছি।

 

দিঘল দিঘির বুকে যে-পতাকা পুতেছো তুমি, আমি তার

অন্তঃবক্ষজুড়ে, আমি তার চতুষ্পার্শ্বে

আকাঙ্খার শকুন দেখেছি।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।  

কবি পরিচিতি -

বাংলা কবিতার সাতের দশকের এক প্রতিবাদী কবিমুখ,সুভাষ সরকার।         

অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ রাজ‍্য সরকারি আধিকারিক।

প্রকাশিত কাব‍্যগ্রন্থ : *প্রিয় মাতৃমুখ*;*অনুসন্ধানপর্বের কবিতা*;*কবিতা কৃষ্ণপক্ষে*

*ঈশ্বরীকথা সমগ্র*।

শীঘ্র প্রকাশের পথে : *আধিপত‍্য নয়*এবং নির্বাচিত একশো কবিতার ইংরেজি অনুবাদ।

সম্পাদিত পত্রিকা : *কবিতা ও গল্প বারোমাস*।