পাখী উড়ে যায়
পাখী গান গায়
নীল নীলিমায়
মেলে দিয়ে পাখা।
তরু চেয়ে রয়
ফিরবে পাখী সাঁঝে
(তারই অপেক্ষায়),
মেলে দিয়ে শাখা।
সূর্য ডুবে যায়
পাখি ফেরে নীড়ে
তরু হয় খুশি
সাথীটিরে পেয়ে।
সূর্য উঠে ভোরে
পাখী যায় উড়ে
তরু প্রতীক্ষায় রয়
পাখীর পথ চেয়ে।
কবি পরিচিতি –
ধনঞ্জয় পাল চাকুরীজীবি। শিলিগুড়ি নিবাসী। সংস্কৃতিমনস্ক, সাহিত্যপ্রেমী । বিভিন্ন সাহিত্য পত্রিকায় লেখালিখি করেন। সাহিত্য নিয়ে থাকতেই বেশি ভালবাসেন।
Tatkhanik digital bengali online e magazine