Advt

Advt

bristiveja-ratri-kabita-poem-poetry-by-rumpa-nath-debnath-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-বৃষ্টি-ভেজা-রাত্রি-কবিতা-রুম্পা-নাথ-দেবনাথ

null
 

আজি এই বর্ষা রাতে          

তুমি আছো আমার সাথে।        

উদাসি হাওয়ার নৃত্য রোলে,  

উন্মত্ত পাগলামীর ছলে।       

মনকে তুমি খুব নাচালে  

বাদ দিলে না শরীরটাকে।                           

সব যে আজ এলোমেলো,      

মনের খাতায় রঙ ধরালো।    

দমকা হাওয়ায় ঝাপটা মারি,

ঠোঁট ভিজিয়ে দিলে ভারি  

জানলা দিয়ে হাত বাড়িয়ে,     

স্পর্শ করি শরীরে নিয়ে।      

কেনো ডাকো মিছি মিছি-     

জানো না আমি ভেতরে আছি।

বারণ আমার বাইরে যাওয়া,    

তোমার সাথে রাতে নাওয়া, 

যদিও আজ আমি একা,  

ঘরেতে কারোর নাই যে দেখা।  

এখন আমি পাগলপারা,      

তোমার ডাকে দিচ্ছি সাড়া ।  

দাঁড়িয়ে দেখি ছাদের উপ  

নাচছ তুমি টাপুর টুপুর।    

চারিদিকে মেঘের কালোয়,  

চমকে উঠি তোমার আলোয়।     

রাত যে এখন শেষের পথে,     

আমি তো বেশ স্বপন রথে।

আর ডেকোনা তোমার কাছে,    

রাতের পরে দিন যে আসে।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।    

কবি পরিচিতি -

রুম্পা দেবনাথ ছোটবেলায় স্কুল থেকেই কবিতা লেখা শুরু করেন। একসময় স্কুলে শিক্ষকতাও করেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক। কবিতা তাঁর প্রথম ভালবাসা।  ছোট গল্প লেখাতেও পারদর্শী।  কবিতা লিখে, পড়ে এবং আবৃত্তি করে আনন্দ পান। সংসারের বহু কাজের মধ্যেও কবিতা লেখা  ও আবৃত্তি করা ছাড়েননি।  নিয়মিত লিখে চলেছেন।