Advt

Advt

biral-biral-biralti-chhara-kabita-poem-poetry-by-dhananjoy-paul-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-বিড়াল-বিড়াল-বিড়ালটি-ছড়া-ধনঞ্জয়-পাল


 

বিড়াল বিড়াল বিড়ালটি

            মিয়াঁও, মিয়াঁও ডাকে ।

কভু সে রান্না ঘরে

            কভু গাছের শাখে ।।

 

চুপটি করে বসে থাকে

            তক্তাপোষের নীচে ।

দেখলে পরেই ছুটে যায়

            ইঁদুরছানার পিছে ।।

 

তার গলায় ঘন্টি বাঁধা -

            কাজটি বড়ো শক্ত।

আম নয়,জাম নয়,

            মাছের বড়ো ভক্ত ।।

 

এবার থেকে মাছ ছোঁবে না

            বিড়াল যাবে কাশী ।

দেখতে যদিও ছোটো সে,

            বাঘের আপন মাসী ।।

 

কাশী গিয়ে মালা জপে

            বসে নদীর তীরে ।

মাছ খাবার শখ হলে

            আসবে আবার ফিরে ।।


কবি পরিচিতি –

ধনঞ্জয় পাল চাকুরীজীবি। শিলিগুড়ি নিবাসী। সংস্কৃতিমনস্ক, সাহিত্যপ্রেমী । বিভিন্ন সাহিত্য পত্রিকায় লেখালিখি করেন। সাহিত্য নিয়ে থাকতেই বেশি ভালবাসেন।    

Tatkhanik digital bengali online e magazine