শরীর জুড়ে আর্তনাদ নিয়ে ঘুরেছ সারাদিন
করুণ চিলের মতো ব্যথিত সময় ধরে,
সবকিছুর ভিতরেও না পাওয়ার বেদনায় নীল
পূর্ণিমার চাঁদও লজ্জায় ম্লান,কষ্ট ঝরে।
পাখি গান গায় মনের সুখে নির্নিমেষ
প্রেমিকের তৃষ্ণার্ত ঠোঁট,চাতকের মতো চৌচির
রোমাঞ্চ অনুভবে দূর হতে আকুলতা কাঁদে
ভাবেনি কেউ কবি মন বেদনায় কতোটা অস্থির।
কবিতাকে ঢেলে গেছ শৃঙ্খলাবদ্ধ গনিতের কাঠামোতে
সহজ করে লিখে গেছ দূর্ভেদ্য জটিলতা
দেখেছ শিমুলের নিচে ধান,গমের ক্ষেত
এড়াইনি চোখ খিদের রঙের আমূল সামঞ্জস্যতা।
পুকুরের জীবন কাহিনী পুঙ্খানুপুঙ্খ করেছ দর্শণ
শাপলাদের ব্যথা বেদনায় শ্যাওলাদের গভীর ক্ষত
শান্তি,তৃপ্তি ভুলে গিয়ে জ্বলতে চেয়েছ?
কে ফুটিয়েছিল কাঁটা? পাঁজর ঘর কেন ক্ষতবিক্ষত?
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি –
মনীষা কর বাগচী বিয়ের পর দিল্লিতে আসেন। শৈশব এবং কৈশোর কেটেছে সবুজে শ্যামলে ঘেরা নদীয়া জেলার মাঝেরগ্রাম নামক একটি গ্রামে।
স্কুল থেকেই লেখা লিখি শুরু । নিজের মনেই লিখে যেতেন কত কিছু। আজ সে সব লেখাগুলোও হারিয়ে গেছে। লেখার অনুপ্রেরণা জোগান সেজোকাকা কবি নিশিকান্ত বাগচী।
দেশে এবং বিদেশে অসংখ্য লিটিল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়। প্রতিদিন কিছু না কিছু লেখেন। শ্রদ্ধেয় কাকু বিরাট বৈরাগ্যের সহায়তায় হরিচাঁদ ঠাকুরের গান লিখেছেন।
এ পর্যন্ত লেখিকার নিচের আটটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
১ নীল দিগন্ত
২ চোখের কোণে জল
৩ নূতন ভোর
৪ বসন্তরেণু
৫ শিউলি বেলার সুর
৬ বিবর্ণ বনলতা
৭ তপন বাগচী গভীর অনুধ্যান
৮ স্বপ্ন সফর (গল্প বই)
দু’টি কাব্যগ্রন্থ প্রকাশের পথে।
১ শিমুলরঙা সূর্য