Advt

Advt

dukkha-aamaar-kabita-poem-poetry-by-debjata-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-দুঃখ-আমার-কবিতা-দেবজাত

dukkha-aamaar-kabita-poem-poetry-by-debjata-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-দুঃখ-আমার-কবিতা-দেবজাত

দুঃখটুকু ছড়িয়ে দিয়ে ভারমুক্ত হতেই পারি

কিন্ত আমার সঞ্চিত সুখ ? ফুরিয়ে যাবে তাড়াতাড়ি ।


তাই তো আমি দুঃখ রাখি, বেদন রাখি হৃদয় ভরে

তার মাঝেতেই স্বল্প যে সুখ তাকেও রাখি আলতো করে ।


দুঃখ আমার জীবনজোড়া,সুখটুকুনি সে অংশত

তাতেই আমি তৃপ্ত থাকি,থাক না বুকে হাজার ক্ষত !


দুখ যদি হয় মন্দ গতির,সুখের নদী খরস্রোতা

মন-সমীপেই স্রোতকথার এক গল্প বলি, নিজেই শ্রোতা ।


দুয়োরাণীর গান শুনেছি,চাই না আমি সুখের গ্লানি

দুঃখ আমার ব্রহ্মপুরাণ দুঃখ আমার প্রাণের বাণী ।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

কবি পরিচিতি -

প্রকাশিত কাব্যগ্রন্থ:- 'মননে', 'অন্য বসন্ত' , 'ছড়িয়ে থাকা চিরকূট' , 'সবটাই অমিমাংসিত ', 'মাশরুম মেঘে মহাকাব্য' ।

ছড়ার বই:- 'আধ ভূতুড়ে '

'শেষের কবিতা' , কবিতা পত্রিকার যুগ্ম সম্পাদক ,

'আরশিনগরের কবি রমেন্দ্রকুমার আচার্যচৌধুরী' বইটির সম্পাদনা সহ আরও অনেক বইয়ের সম্পাদনার কাজে যুক্ত।

'শতানীক ', 'যাচ্ছেতাই ' সহ আরও বেশ কিছু পত্রিকাতে ধারাবাহিক প্রবন্ধ প্রকাশিত হচ্ছে।

এপার বাংলা ও বাংলাদেশ সহ অনেক দেশের পত্র পত্রিকাতে নিয়মিত লেখা প্রকাশিত হয় ।