অনেক তো ঝগড়া হল
এসো এবার থামি
তুমি আমায় জেনে গেছ
আমিও তোমায় জানি
ওপাড়াতে থাকে কানাই
বোধহয় তোমার মাসতুতো ভাই
ওখানেই চল একদিন যাই
ওখানেই হবে শুরু
উনি যেমন তোমার দাদা
আমার তেমনি গুরু
ভাবছি ওদের বাড়ি যাব
ঝামেলাটা মিটিয়ে নেব
দিনটা তুমি জানিয়ে দিও ভাই
ওগো দাদা আমায় বাঁচাও
এ যাত্রায় পার করে দাও
লেনদেনের কথা আমরা
বলব নাকো কোথাও
অনেক কথা বলবে লোকে
পেছনেই তো বলবে
আপদগুলোর শুনলে কথা
আমাদের কি চলবে ।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি -
পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।