Advt

Advt

dainandin-kabita-poem-poetry-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-দৈনন্দিন-কবিতা-পার্থ-ভট্টাচার্য

null
 অনেক তো ঝগড়া হল

এসো এবার থামি

তুমি আমায় জেনে গেছ

আমিও তোমা জানি

ওপাড়াতে থাকে কানাই

বোধহয় তোমার মাসতুতো ভাই

ওখানেই চল একদিন যাই

ওখানেই হবে শুরু

উনি যেমন তোমার দাদা

আমার তেমনি গুরু

ভাবছি ওদের বাড়ি যাব

ঝামেলাটা মিটিয়ে নেব

দিনটা তুমি জানিয়ে দিও ভাই

ওগো দাদা আমায় বাঁচাও

এ যাত্রায় পার করে দাও

লেনদেনের কথা আমরা

বলব নাকো কোথাও

অনেক কথা বলবে লোকে

পেছনেই তো বলবে

আপদগুলোর শুনলে কথা

আমাদের কি চলবে ।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি -

পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।