দেখো, একা থাকবো
আমি এমনভাবে
আমার একাকিত্ব কে তোমার
হিংসে হবে ৷
নিঃসঙ্গতা কে জড়াবো এমন
নিবিড় করে
সঙ্গী হতে চাইবে তুমি আকুল
অন্তরে ৷
ডানা মেলবো নীল উড়ানে এমন
করে
আকাশের বিস্তার কে নিতে
চাইবে মুঠোয় ভরে।
গ্রন্থি গুলোকে খন্ডিত করবো
এমনভাবে
গ্রন্থিহীনতার আশায় তুমি
বুক বাঁধবে ৷
সাজানো সব নিয়মের বেড়াজাল
ভাঙবো যখন -
অনিয়মের পথ তুমি ধরো তখন ৷
ওলট পালট করে দিয়ে সবকিছূ
বসবো যখন নিকোনো দাওয়ায় পা
মেলে
ডুরে শাড়ির আঁচল হয়ে পরম
আদরে লুটিয়ো আমার কোলে ,
দিনশেষের ক্লান্তিতে চোখ যখন
ঘুমে ভাঙে
পরিপূর্ণ তাকিয়ো তুমি
সূর্যাস্তের রঙে ৷
মধ্যযামে হয়ো তুমি কোজাগরী
চাঁদ
ঝিলমিল্ জ্যোৎস্নায় ভিজে
আমার মরণফাঁদ |
লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি –
জন্ম এবং বেড়ে ওঠা কোলকাতায়, বিগত কয়েক বছর ধরে দিল্লীর বাসিন্দা । গান শেখা দক্ষিণী-তে। ভালো লাগার জায়গা কবিতা লেখা,অনুষ্ঠান সঞ্চালনা। বিভিন্ন পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে,২০২৩ সালে কলকাতার রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে " শ্রেষ্ঠ কবিতা "-র সম্মানে সম্মানিতা।