হুড়কোটা টেনে গেছি,অল্প সময়।
ফিরে এসে দেখি
দরজাটা হাট করে খোলা।
যত মূল্যবান ছিল ছড়িয়ে
ছিটিয়ে
সেসব অটুট।
কী তাগিদে এসেছিল কেউ,কী উদ্দেশ্য
ছিল তার,
ভাবতে ভাবতে নজরে দেয়াল।
দেখি
আত্মপ্রতিকৃতির ছবিখানি যা
দেয়ালে টাঙানো ছিল,ধা।
বুঝি না বাপু,এই তো
সামান্য ছবি,কী এমন মূল্য যে চুরি হবে তা!
কবিরা বড্ড বেখেয়ালি,দরজায়
হুড়কো টানেনি,
আর, গতকালই
ছবির দোকানে গিয়ে বাঁধাতে
দিয়ে এসেছিল যা—
কবি পরিচিতি -
বাংলা কবিতার
সাতের দশকের এক প্রতিবাদী কবিমুখ,সুভাষ সরকার।
অবসরপ্রাপ্ত
উচ্চপদস্থ রাজ্য সরকারি আধিকারিক।
প্রকাশিত কাব্যগ্রন্থ : *প্রিয় মাতৃমুখ*;*অনুসন্ধানপর্বের কবিতা*;*কবিতা কৃষ্ণপক্ষে*;
*ঈশ্বরীকথা সমগ্র*।
শীঘ্র
প্রকাশের পথে : *আধিপত্য নয়*; এবং নির্বাচিত একশো কবিতার ইংরেজি অনুবাদ।
সম্পাদিত
পত্রিকা : *কবিতা ও গল্প বারোমাস*।