বেলঘড়িয়ার বেল পাকিলে
কাকদ্বীপের এক কাকের কি ?
জবাকুষুম তেল থাকিলেও
চকচকে এক টাকের কি ?
জয়নগরে থাকলে পরেই
সবাই জয়ী তাই না বল্ ?
আমিই তো ভাই শক্তিগড়ের
কি ক্ষীণজীবী,কি দুর্বল
!
কৃষ্ণনগর মানেই সেথায়
কৃষ্ণ থাকে,রাইরা না
রাধাবাজার থেকেই তুমি
কিনবে রাধা,চাইর আনা !
অতই সোজা? কোলকেতাতে
কেতায় থাকেন সাহেব,মেম
ভীমরি খাবে বউ জোটাতে
ভুলবে তুমি বাপের 'নেম' !
চাঁদনিচকে চাঁদ নাকি চক
কি পাওয়া যায় বল্ না রে
আঙুর বুঝি হয় খুবই টক
না পাইলে,ও ফল না রে
!
বউ যদি হয় বউবাজারের
দেখেই নিও কামাই কার ?
মেয়ে না বাপের,সম্পত্তি
হোয়ো তার...
জামাই হয়ো জামাইকার ।
কবি পরিচিতি -
প্রকাশিত কাব্যগ্রন্থ:- 'মননে', 'অন্য বসন্ত' , 'ছড়িয়ে থাকা চিরকূট' , 'সবটাই অমিমাংসিত ', 'মাশরুম মেঘে মহাকাব্য'
ছড়ার বই:- 'আধ ভূতুড়ে '
'শেষের কবিতা' , কবিতা পত্রিকার যুগ্ম সম্পাদক ,
'আরশিনগরের কবি রমেন্দ্রকুমার আচার্যচৌধুরী' বইটির সম্পাদনা সহ আরও অনেক বইয়ের সম্পাদনার কাজে
যুক্ত।
'শতানীক ', 'যাচ্ছেতাই ' সহ আরও বেশ কিছু পত্রিকাতে ধারাবাহিক প্রবন্ধ প্রকাশিত হচ্ছে।
এপার বাংলা ও বাংলাদেশ
সহ অনেক দেশের পত্র পত্রিকাতে নিয়মিত লেখা প্রকাশিত হয় ।