উচ্চাশা যারা রাখে জীবনে
আকাশের চাঁদ ধরবে,
তারা যে নড়ে না একচুলও ---
তাই
কীর্তি কী আর গড়বে ?
যাদের মনে --- নেই আনন্দ
যৌবনে তারা বৃদ্ধ,
অথচ,তাদের
বৃদ্ধ বললে
তারা হয় অতি ক্রুদ্ধ ।
বোধ, বুদ্ধি, চেতনা
আবেগ
বড়ো যে-কে বলা শক্ত,
চারিদিক দেখে বোঝে যারা ---
তাতে
রয় চির অনুরক্ত ।
কবি পরিচিতি -
জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে
ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতক, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের
সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।
ভাল লাগে সঙ্গীত, সাহিত্য, বইপড়া, দর্শন, মনোবিজ্ঞান,
যোগব্যায়াম, আধ্যাত্মিকতা, প্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদী, মুক্ত-চিন্তাবিলাসী
ও কুসংস্কার বিরোধী ।