Advt

Advt

angangi-kabita-poem-poetry-by-kumar-ashish-roy-tatkhanik-digital-bengali-web-bangla-onliine-e-magazine-অঙ্গাঙ্গী-কবিতা-কুমার-আশীষ-রায়


জ্যোৎস্নাকে কে দিতে পারে বাধা

স্নেহ-ভরা শশীজাত

অঙ্গাঙ্গী রয়েছে বাঁধা

শশী যে তার-ই  মা-তো 

 

অন্তরে যার আছে পান্না

করবে প্রকাশ কেমনে সে

কায়া আর গুণে চিরকাল‌ই যে

একাকার হয় মিলেমিশে 

 

দিন ও রাত্রি হয়েই চলেছে

বিপরীতরূপে অনুবাদে

প্রকৃতিকে তারা করে মান্য

সরব হয় না প্রতিবাদে 

 

কবি পরিচিতি -

জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতক, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।

ভাল লাগে সঙ্গীত, সাহিত্য, ব‌ইপড়া, দর্শন, মনোবিজ্ঞান, যোগব্যায়াম, আধ্যাত্মিকতা, প্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদী, মুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।