শুভ সন্ধ্যা বলছি
হাজার অশুভের মধ্যেও বলতে হয়
কানে সবার হয়ত পৌঁছোয় না
এতে নিদ্রায় কোন ব্যাঘাত ঘটে না।
শুধু ঘি, মাখন, স্নেহ
পদার্থের ঘাটতি যেন না পড়ে
ওগুলো খুব দরকার
শীর্ণকায়রা অদৃশ্য থাকে
অথচ ওরাই শক্তির জোগান দেয়
ওরাই ভালবাসাবাসি করে
আঁকড়ে ধরে থাকে,রক্ত
ঝরায়
জীবন দেয়
সব সময় কুর্নিশ করে
ওদের কাঁধে ভর দিয়ে ওঠা
এরকম হয়েই থাকে
তারপর হঠাৎ ভূমিকম্প হয়
সারমেয়রা মহা প্রস্থানের পথ দেখায়
যাকগে্
আগুন, বিস্ফোরণ, সংঘর্ষ, আহত নিহত
আটকানো কি যায়?
এসব সর্বকালীন
মাথা ঘামানোর দরকার নেই
তার চেয়ে বরং একটা নৈস্বর্গিক দৃশ্য আঁকি
কিংবা একটা মিষ্টি প্রেমের কবিতা
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি -
পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।