মেঘ বললো, "চল বৃষ্টি
আমার পিঠে চড়ে,
ঝমঝমিয়ে নামিস ধরায়
কয়েক ঘন্টা ধরে ।
পৃথিবীটা আছে তেতে
সবার মেজাজ গরম,
রুক্ষ মাটি কাতর বড়
করবি তাকে নরম ।
প্রখর তাপে লোকগুলো সব
পড়ছে ভিরমি খেয়ে,
"আয়
বৃষ্টি ঝেঁপে", বলে
কেউ উঠছে গেয়ে ।
সূর্য ব্যাটার তেজ বেড়েছে
করবো তাকে জব্দ,
সারা আকাশ ছেয়ে এমন
ছাড়বো বাজের শব্দ।
আমি ছাড়া কে আর আছে
বইবে এত জল,
হৃদয় আমার বিগলিত
চল্ বৃষ্টি চল্ ।
দেখিয়ে দেব দুজন মিলে
বর্ষা কাকে বলে,
যান-বাহন-মানুষ সবাই
কেমন ক'রে চলে ।
সঙ্গে যদি পবনদাদা
থাকে কিছুক্ষণ,
হাঁফ ছাড়বে ঠান্ডা হয়ে
তপ্ত ত্রিভুবন ।
তোকে আমি নামিয়ে ধরায়
হাল্কা হব নিজে,
ভারমুক্ত হতে পারার
আনন্দটা কি যে" ।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি -
জন্ম মুর্শিদাবাদে। প্রাথমিক শিক্ষা সেখানে ও পরে পাটনায় । 1969 সাল থেকে দিল্লিবাসী। বিজ্ঞানে স্নাতক, কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে অবসরপ্রাপ্ত । বর্তমানে "কলমের সাত রঙ" পত্রিকার নিয়মিত লেখক ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি।
ভাল লাগে সঙ্গীত, সাহিত্য, বইপড়া, দর্শন, মনোবিজ্ঞান, যোগব্যায়াম, আধ্যাত্মিকতা, প্রেত-তত্ত্ব ইত্যাদিতে চর্চা। যুক্তিবাদী, মুক্ত-চিন্তাবিলাসী ও কুসংস্কার বিরোধী ।