Advt

Advt

uttar-dao-kabita-poem-poetry-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-online-e-magazine-উত্তর-দাও-কৃষ্ণা-মিশ্র-ভট্টাচার্য

uttar-dao-kabita-poem-poetry-by-krishna-mishra-bhattacharya-tatkhanik-digital-bengali-web-online-e-magazine-উত্তর-দাও-কৃষ্ণা-মিশ্র-ভট্টাচার্য
 

এ কোন দেশ,

আমি কি এ দেশকে  চিনি?

আমি কি জন্ম  নিয়েছি  এই  দেশের

কাদা মাখা নরম মাটিতে?

আমি কী  সন্ধ্যায়  মাছধরা  জেলে

নৌকায়  শনবিল,রাতাবিলের অসাধারণ

সূর্যাস্ত  দেখতে  দেখতে  কূপী বাতির  আলোয়

পিতামহীর  কাছে  পড়েছি বিদ্যাসাগরের

বর্ণপরিচয়?

আমি কী  "অ"-  অজগর পড়তে  পড়তে 

ছুটে  গেছি  বরাকের  পাড় ধরে

বড়াইল  পাহাড়ের  চূড়োয়  উঠব  বলে?

আমি কী  দরগায়, পীরের  মাজারে দোয়া মেনেছি

হলমি  আর  ম্যালেরিয়ায় মরে যেতে যেতে

আমি কী  একসাথে  শুনেছি ভোরের  নগর কীর্তন,

প্রভাতী সুর  আর ভোরের  আজান?

আমি কী  এই মহান  দেশের  মানচিত্র  দেখতে  দেখতে

পৃথিবীর  মানচিত্র  চিনতে  শিখেছি?

তাহলে  আজ কেন  একাদশ  অশ্বারোহী রক্তাক্ত

শরীরে  পড়ে  থাকে

এই  স্বাধীনতা-উত্তর  মহান  ভারতবর্ষের  ষ্টেশন  চত্বরে?

আজ কেন  বারবার  আমাকে  আমার  জন্ম  পরিচয়  নিয়ে 

ছুটে  যেতে  হয় এক মহাফেজ  খানা থেকে আরেক  মহাফেজ  খানায়?

কেন আমার  প্রজ্ঞা পিতামহীর  বর্ণ পরিচয়

আমার  হাত  থেকে কেড়ে  নেওয়া  হয়?

হে আমার  হীরক  ভারতবর্ষ

আমাকে উত্তর  দাও---

 

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন । 

লেখিকার পরিচিতি –

জন্ম-কলকাতায়  আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা 

প্রকাশিত গ্রন্থ

১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)

ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে যুক্ত