সার্থক-নামা কবি তুমি--
দূর করো রাতের আঁধার
যত; ছড়িয়ে ভোরের আলো।
সেই তো তোমার ভালো...
কালজয়ী তুমি মানুষের কবি--
অন্তর মোরা বিকশিত করি
জ্বালিয়ে তোমারই রবি-শিখা।
তোমার অমর কাব্য-লেখা...
ওগো সাধন-পথের দিশা--
ফিরে এসো তুমি এই
বাঙালির ঘরে, নাশিতে আজিকে
ঘোরতর বেপথু কালের নিশা...
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি :
জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ, ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) , "গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members : Bangadesh, Bhutan, Nepal & Maldives" ( প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি ।