কত কথা, কত ছবি--
সব চাপা
পড়ে গেছে
বিস্মৃতির
ভারে। শহরটা ঠিক
আজও আছে।
পুরোনো কিছু
গাছ, কিছু পথ...
কিছু
দালান, কিছু কিছু
বাড়ি, পরিবর্তনের বিজ্ঞাপন হয়ে
সুঠাম
দাঁড়িয়ে আছে।
কতদিন পরে, আবার এসেছি
ফিরে। চলে
যাবো দুটো
দিন থেকে।
পুরোনো মুখ
কিছু
হারিয়ে গেছে; কিছু
আছে। আমিও
কি
আছি ঠিক
আগের মতোই?
বার্ধক্যের
বারান্দায় দাঁড়িয়ে হারিয়ে
গিয়েছি
পুরোনো শহরে...
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
কবি পরিচিতি :
জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ, ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) , "গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members : Bangadesh, Bhutan, Nepal & Maldives" ( প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি ।