শহরের আবাসনে
"শহরের আবাসনে,ধুপের মধ্যে প্রেমের চিহ্ন,
বিচারের
অন্ধকারে অভিমানের বিভ্রান্তি।
স্বপ্নের
শহরে,মানুষের অস্তিত্বের আলো,
ভেঙ্গে
পড়া প্রাণে,সত্যের অস্তিত্বের সন্ধান।
সৃষ্টির
অধিপতি,কোন নামে আমি?
চিরকালের
খেলার পরিণতি,স্থিরতার নিশ্চিন্তি।"
তোমাকে চাই
তোমার সাথে আমি প্রেমে ভরা,
তোমার
ছোঁয়ায় জীবন রঙিন করা।
তোমার
চোখে আমি দেখি সূর্যের আলো,
তোমার
হাসি আমার হৃদয়ে সুখ বোধ করা।
প্রেমের
মাঝে আমি খুঁজি অবিরাম,
তোমার
সাথে থাকা আমার স্বপ্ন সম্পূর্ণ।
তোমার
সাথে আমি প্রেমে মাতানো,
তোমার
প্রেমে আমি সমৃদ্ধি অনুভব করা।
তোমার
প্রেমে আমি বন্ধুত্বের শিখর,
তোমার
সাথে থাকা আমার জীবনের উপহার।
তোমার
প্রেমে আমি পেয়েছি স্বর্গ,
তোমার সাথে থাকা আমার প্রাণে আগুন ধরা।