Advt

Advt

palashranga-anchal-kabita-poem-poetry-by-debjani-bhowmick-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-পলাশ-রাঙা-আঁচল-দেবযানী-ভৌমিক

palashranga-anchal-kabita-poem-poetry-by-debjani-bhowmick-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-পলাশ-রাঙা-আঁচল-দেবযানী-ভৌমিক

নির্জন দ্বীপে মেয়েটা একাই থাকে,

সারাদিন এতোল বেতোল ঘোরে আর সূর্যের আলো গায়ে মাখে ৷

কি করে এখানে এলো সে এক বন্ধ বই-এর বিস্মৃত অধ্যায়,

সে কথা থাক---

তবে মাঝে মধ্যেই সমুদ্রের নীল সীমানা ধরে কি যেন দ্যাখে

দুচোখের কালো তারায় গভীর ডাক ৷

আবার ঠোঁট চেপে ফিরে আসে সবুজের মায়ায়

ওর চুল বেয়ে সন্ধ্যা নামে চুপচাপ্ 

রাতের শিশির চোখের 

পাতায় ঝরে টুপটাপ ৷

ছোট্ট প্রাণীগুলো নিঃশ্বাস ফেলে ওরই ছায়ায় ৷

ওকে জানে অনেকেই

কেউ বলে আহা বেচারা !

 কারো ভ্রুতে প্রশ্ন ওঠে

 ওকি নয় একটু সৃষ্টিছাড়া?

 ও কিন্তু আশা ছাড়েনা

হঠাৎ কোনোদিন দিগন্তে ক্ষুদ্র বিন্দু প্রকট হয়

পরিচিত কন্ঠস্বর " আমরা পাশে আছি,"

খুশীতে ও গান গায়--

হঠাৎ বিষাদের কালো কুয়াশায় বিন্দু ও মিলিয়ে যায় ৷

ও জানে কেউ আসবে না,

কেউ আসে না ৷

নিভৃতচারিনী ফিরে আসে নিজের স্বপ্নের কোলে,

গ্রীষ্মের দীপ্ত আগুন ওর সিঁথিতে জ্বলে ৷

শ্রাবণের রিমঝিম ধারায় ওর অবগাহন

শিশির স্নাত শিউলি বিছানো পথে ওর আলতো চরণ

হৈমন্তীর নিঝুম শেষ রাতে শুকতারার দিকে তাকিয়ে

কঠিন পাতাঝরার দিন গুলো - এ দেয়  আলতো হাত বাড়িয়ে

ও কোথাও যায়না,

ও কোত্থাও যাবেনা ৷

মন প্রাণ দিয়ে অপেক্ষা করে ফাগ ওড়ানো হাওয়ার,

 সবুজ শাড়িতে সেজে মাটিতে বিছিয়ে দেয় পলাশ রাঙা আঁচল ৷

ওর চারিদিকে আবীর রঙের মাতন

ওর আঙুলের ছোঁয়ায় প্রকৃতির বুকেও কাঁপন ৷

ও মেয়ে,তুমি তো পরিপূর্ণা,

সৃষ্টিতেও তুমি স্বয়ংসম্পূর্ণা,

 তুমি প্রকৃতির সঙ্গ করো, 

আর তুমি হতে চেও না

অন্য কারো ৷

 লেখিকার অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন। 

কবি পরিচিতি –

জন্ম এবং বেড়ে ওঠা কোলকাতায়বিগত কয়েক বছর ধরে দিল্লীর বাসিন্দা । গান শেখা দক্ষিণী-তে। ভালো লাগার জায়গা কবিতা লেখা,অনুষ্ঠান সঞ্চালনা। বিভিন্ন পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে,২০২৩ সালে কলকাতার রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে " শ্রেষ্ঠ কবিতা "-র সম্মানে সম্মানিতা।