সবাই চলে গেছে অনেক দূরে--
একা বসে আছি পথের ধারে
স্মৃতির ভারে...
ফিরে তাকাবার কারও সময় নাই।
নদীখাতগুলোও আজ প্রায় শুকিয়ে গেছে--
চলার পথে শুধু বাঁক নিয়েছে
উষ্ণায়ণ প্রভাবে...
নাচার জীবন তবু আত্ম-সংহারে
মেতে আছে কেমন মানব-শিকারে
নষ্ট স্বভাবে...
স্মৃতি সতত সুখের অন্তরে বুঝে--
তারই কাছে হাত পাতি; যদি কিছু
ফিরে পাই !
কবি পরিচিতি :
জন্ম দিনাজপুর শহরে (১৩৬০ বঙ্গাব্দে)। অবসরপ্রাপ্ত বাণিজ্য বিষয়ের অধ্যাপক। উত্তরবঙ্গের লেখক। উল্লেখযোগ্য বই : " ছোট প্রাণ, ছোট ব্যথা" ( অণু- কাব্য-গ্রন্থ ) , "গল্পের আঁকিবুকি" ( গল্প- গ্রন্থ), " The Least Developed SAARC Members : Bangadesh, Bhutan, Nepal & Maldives" ( প্রবন্ধ-গ্রন্থ ) ইত্যাদি ।