Advt

Advt

galpota-anyarakam-o-ekushe-february-poem-poetry-kabita-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-পার্থ-ভট্টাচার্য-র-দুটি-কবিতা

galpota-anyarakam-o-ekushe-february-poem-poetry-kabita-by-partha-bhattacharya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-পার্থ-ভট্টাচার্য-র-দুটি-কবিতা

গল্পটা অন্যরকম

পার্থ ভট্টাচার্য

 

তোমার গল্পটা পড়লাম

একটা ছবি এঁকেছিলাম

তার সঙ্গে মিলল না

মেঘেরা জমাট হচ্ছিল

হঠাৎ একটা দমকা বাতাস

সব মেঘ ভাসিয়ে নিয়ে গেল

বৃষ্টি হল না, তৃষ্ণা মিটল না

চৈতন্যের আগে একটা ' '

সব শেষ ? না

এক বিকলাঙ্গ রাস্তা পেরিয়ে গেল

ওপারে সমর্থ যুবক দেখে 

মেঘ আবার জমাট বাঁধছে

ছবিও শব্দ হয়

গল্পটা পাল্টাও

*******************************************

২১ শে ফেব্রুয়ারি

পার্থ ভট্টাচার্য

 

আগে ছিলাম আমরা

সাত চল্লিশের আগষ্টে আলাদা

হলাম আমরা আর ওরা

বাহান্নতে তত্ত্ব ধর্ম চুলোয় গেল

আমাদের বললো

মাকে ছাড় ভাষা ভুলে যাও

বেহেস্তের ভাষা শেখো

আমরা এক সবকিছু এক

মধুদা তোমায় কি বলে ডাকবো

বোবা হয়ে নিজেকে ভুলে থাকবো

একি করে হয়

গর্জে উঠল লক্ষ কণ্ঠ

ভাষা যদি চলে যায়

জীবন কি করে বয়

বন্দুক আর বুলেটের শব্দ

ওদের বুক কাঁপায় না

চললো গুলি বৃষ্টির মতো

রাজপথ হলো লাল

রক্ত স্বর্গের না নরকের

দেবতাদের পুষ্প বৃষ্টি

না সৃষ্টি কর্তার মেহেরবাণী

এটুকু যেন মনে রাখি

দিনটা ছিল একুশে ফেব্রুয়ারি।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি -

পার্থ ভট্টাচার্য বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা লেখেন। কবিতার মধ্যে সুখ খুঁজে পান। যখন যেমন মনে আসেন লেখেন। কবিতা লিখে আনন্দ পান। দিল্লি থেকে প্রকাশিত কলমের সাত রং-এর একজন সদস্য। সাহিত্যানুরাগী মানুষ। নিয়মিতভাবে সাহিত্য সভাগুলোতে সক্রিয় যোগদান করেন। বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ। অবসরপ্রাপ্ত একজন সরকারী কর্মচারী।