উনিশের ক্যানভাস জুড়ে বিপর্যস্ত
বর্ণমালারা ইতস্তত
বিপজ্জনক ক্রশরোডে দাঁড়িয়ে সাইবার শিশু
ভুলে যায় বর্ণপরিচয়ের প্রথম ভাগ
A for apple,না, অ য়ে অজগর?
কনফিউজড সময় অসময়ের জানালা খুলে
রং তুলি হাতে নেয়
বৃষ্টি সওয়ার হয়ে দিগর হীন
বকরি হাওরের সবুজ জলে
কচুরি পানা স্বপ্ন আঁকে;
ভারত মহাসাগরের বাণিজ্য তরী গুলি
এখন কর্পোরেট পৃথিবীর অনুকূল হাওয়ায়
ভাসমান
ঈশান কোণের পুঞ্জমেঘে উদাসীন শহর শিলচর
বৈরাগীর উত্তরীয় জড়িয়ে শহীদ স্মারকের সামনে
বেভুল চোখে
ভবিষ্যতের রোডম্যাপ খোঁজে;
রক্তের দাগ মুছে ফেলে ষ্টেশন চত্বর
নতুন মোড়কে সুনসান।
মারী ও মড়ক লিখছে ইতিহাস
ভুবন পাহাড়ের চড়াই বেয়ে কেউ কেউ তিরতির
বেদনা বুকে নিয়ে শিকড় সন্ধানে--
একাদশ শহীদেরা সময়ের ক্লান্ত সাঁকো গুলি
পেরিয়ে যেতে যেতে উনিশের পতাকায়
আজও উজ্জ্বল।
পালকের ভালবাসা কুড়োতে কুড়োতে ডিজিটাল
শিশু,আবার হাতে তুলে নেয়
ভুলে যাওয়া কালি ও কলম;
নতুন ধারাপাত আর বিদ্যাসাগরের
বর্ণপরিচয়।
মশাল মিছিলে আজও পথ হাঁটেন ঈশ্বর
আর শহীদ একাদশ।।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।
লেখিকার পরিচিতি –
জন্ম-কলকাতায় । আসামের বরাক উপত্যকায় বড় হয়ে ওঠা ।
প্রকাশিত গ্রন্থ
১--সাপ শিশির খায় (গল্প গ্রন্থ)
২--দেবী দহন--(কবিতা গ্রন্থ)
ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে যুক্ত