বিদ্রোহী কবি নজরুল ইসলাম
জানাই তোমায় শতকোটি প্রণাম
।
দেশবাসী ভুলবে না তব নাম
ভুলবে না তব জীবনের দাম ।
পারনি সইতে পরাধীনতা ,
পারনি সইতে মানবব্যাথা ।
তাইতো হাতে ধরেছো কলম ,
ব্রিটিশ জ্বালা করেছো হজম ।
বন্দী করেছে ব্রিটিশ কারাগার
তোমা পরে হয়েছে কত অত্যাচার
।
যতক্ষণ না হয়েছো চিরবধির
অত্যাচারী ব্রিটিশ হয় নি
স্থির ।
তুমি গেয়েছো সাম্যের গান ,
দেখেছো নর - নারীকে সমান ,
করেছো শ্রমিক কৃষকের জয়গান ,
তুমি দিয়েছো সকলকে সম্মান ।
তাই আমরা করি তোমার জয়গান __
সাম্যবাদী কবি নজরুল ইসলাম ।
"মোরা একই
বৃন্তে দুটি কুসুম
হিন্দু মুসলমান '__
আমরা সবাই জানি এই কবির নাম
মানবতাবাদী নজরুল ইসলাম ।
করেছো তুমি রাম রহিম বন্দনা
করেছো প্রকৃত ঈশ্বর সাধনা ।
আজ-ও তো তোমাকেই চাই
তোমার পথেই পথ খুঁজি তাই ।
করজোরে সবাই করি মিনতি
শুনিব সবে তব মঙ্গলগীতি ।
তুমি আবার আসিও ফিরে
জীর্ণ কুটিরে, বাঙালির
অন্তরে ।
কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।
কবি পরিচিতি –
শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।