Advt

Advt

nababarsha-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-নববর্ষ-কবিতা-দীপান্বিতা-বন্দ্যোপাধ্যায়

 nababarsha-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-নববর্ষ-কবিতা-দীপান্বিতা-বন্দ্যোপাধ্যায়

কালের নিয়মে বদল হয়

ঘুরে চলে ঘড়ির সময় ।

পুরাতন ছেড়ে দেয় স্থান

গাইতে নতুনের জয়গান ।

নতুন বছর এসেছে ভাই

নতুন নতুন শপথ চাই ।

মনের কালিমা করবো দূর

থাকবো আনন্দে ভরপুর ।

পুরাতন জঞ্জাল করে নিঃশেষ

গড়বো কালিমামুক্ত পরিবেশ ।

মানুষের মাঝে হবে না ভেদ

জাতি - ধর্মে থাকবে না বিভেদ ।

থাকবে না কেউ নিরন্ন

সবার মুখে জোগাবোঅন্ন ।

শিক্ষা হবে মৌলিক অধিকার

পর প্রজন্ম পাবে উপকার ।।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন।

কবি পরিচিতি –


শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।