Advt

Advt

nari-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-নারী-দীপান্বিতা-বন্দ্যোপাধ্যায়

nari-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-নারী-দীপান্বিতা-বন্দ্যোপাধ্যায়

নারী পুরুষ সমান সমান

এখনো নেইকো তার প্রমাণ ।

রাত বারোটায় পথে কেন ,

একলাই বা সে বেরোয় কেন ?

নারীকে মন্দ করে যারা

সদা আড়ালে থাকে তারা ।

পুরুষ বলেই হয় না বিচার

পায় না নারী ন্যায্য অধিকার।

নর ও নারী বিধাতার দান

কেন তারা পায় না সম মান ?

নারীর খ্যাতি পৃথিবীময় _

তারাও করে শৃঙ্গজয় ,

তারাও ওড়ায় আকাশযান,

তারা রক্ষিবে দেশের মান ।

খেলাধুলা,সাহিত্য ও গানে

তারাও থাকে প্রথম স্থানে ।

এসো সবে মিলি করি পণ

রক্ষা করিব নারী - রতন।

নারী পুরুষ হাতে হাত ধরি

পৃথিবীতে স্বর্গ রচনা করি ।। 

কবি পরিচিতি –

শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।