অপাংক্তেয় তুমি,পারিপার্শ্বিকে একদম শূন্য তোমার চাহিদার ধার,
অসীম বিস্তারে ভেসে চলা আলগা মেঘ যেন,নির্লিপ্ত,উদাসীন,
পাখির ডানার আলতো আদরের অপেক্ষায় বার বার।
পরিযায়ী তার বুক দিয়েই গন্তব্যে উড়ে যায়,
নিজের অজান্তে মেঘের কাছে একটু স্পর্শ রেখে যায়।
চারিদিকে শুনতে পাচ্ছো ? "তোমাকে আর চাই না " -র ঘূর্ণাবর্ত,
বুঝেছ তো তুমি এখন সত্যিই ব্রাত্য?
ঐ দ্যাখো, সিংহাসনে বসেছেন রাজাধিরাজ,
স্তাবকতা,চাটুকারিতার স্তূপ ঘন হয়ে আছে,
আবেদন মঞ্জুর করিয়ে কেটে পড়েছে সব,গুছিয়ে নিজের কাজ।
তৃপ্ত রাজা উষ্ণীষ ঠিক করে,কোহীনূর চমকায়,
পাহাড়চূড়া থেকে রাজ্য সীমা দেখে একা,
হাত ছুঁতে চায় কাউকে,পায় না,নিজের
ঠিক পাশটায়।
উত্তুঙ্গ শিখর থেকে নেমে এসো রাজা,
বাড়িয়ে দাও হাত ঐ ব্রাত্যের দিকে,
শোনো,ওগো দুঃখকাতর একক,
তুমি করতলে চেপে ধরো রাজার হাত,
উষ্ণতা আর সান্নিধ্যের বিনিময় হোক,
একাকিত্ব খুঁজে মরুক অন্য জগত লোক,
পরিযায়ীর ডানায় আঁকা থাক স্বপ্ন মেদুর,
আকাশ জোড়া মেঘেদের বুকে সহস্র কোহীনূর ।
লেখিকার পরিচিতি –
জন্ম এবং বেড়ে ওঠা কোলকাতায়, বিগত কয়েক বছর ধরে দিল্লীর বাসিন্দা । গান শেখা দক্ষিণী-তে। ভালো লাগার জায়গা কবিতা লেখা,অনুষ্ঠান সঞ্চালনা। বিভিন্ন পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে,২০২৩ সালে কলকাতার রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে " শ্রেষ্ঠ কবিতা "-র সম্মানে সম্মানিতা।