Advt

Advt

fagun-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ফাগুন-দীপাণ্বিতা-বন্দ্যোপাধ্যায়

fagun-kabita-poem-poetry-by-dipanwita-bandopadhaya-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-ফাগুন-দীপাণ্বিতা-বন্দ্যোপাধ্যায়

শীত এসেছে ভাই

পাতা ঝরেছে তাই ।

বন্ধু ফাগুন এলে

ভরব পত্র ফুলে ।

দেখবে জনে জনে

বলবে কানে কানে ,

আহা কি তব বাহার !

ফুলে ফুলে একাকার !

দুলবে আম্র মুকুল ,

আসবে মধুপকুল ।

ফুলে ফুলে উঠব ভরি

সকল মন মুগ্ধ করি ।

কোকিলের কুহু রব

মাতাল করবে সব ।

বইবে মলয় পবন

মাতবে প্রফুল্ল কানন ।।

কবি পরিচিতি –

শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।