বাংলা আমার মায়ের ভাষা
বাংলা
আমার প্রাণের ভাষা ।
বাংলা
আমার মাটির ভাষা ,
বাংলা
আমার গর্বের ভাষা ।
বাংলা
ভাষা মোদের ভোরের আলো,
বাংলা
ভাষা ঘোচায় মনের কালো ।
বাংলা
ভাষা রাতের শেষ দিশা ,
বাংলা
ভাষা জাগায় মনে আশা ।
চোখের
পাতা খুললে পরে
বাংলা
ভাষা জাগে অধরে ।
দিনের
শেষে নিদ্রাকালে
বাংলা
ভাষা চোখ জুড়ালে ।
জ্ঞানের
আলো জ্বললে মনে
বাংলা
ভাষা শয়নে স্বপনে ।
শিশু
মুখের মা- মা রব
ধন্য
হয় বাঙালি সব ।
বাংলা
ভাষার লেখক কবি
ফুটিয়ে
তোলেন বাঙলার ছবি ।
বিশ্বমাঝে
বাংলা ভাষা
সেরার
সেরা করব আশা ।।
কবি পরিচিতি –
শিক্ষকতা ও সংসার সমুদ্রে ভাসতে ভাসতে সাহিত্য চর্চার সময়ে টান পড়েছিল এক সময়ে। মনের সুপ্ত বাসনা মনেই লুকিয়ে ছিল । সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যান লিখতে। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন। মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো বেড়িয়ে আসে কবিতা হয়ে। কবিতাকে ভালবেসে ফেলেছেন।