Advt

Advt

akash-pradip-kabita-poem-poetry-by-rumpa-nath-debnath-tatkhanik-digital-bengali-web-bangla-online-e-magazine-আকাশ-প্রদীপ-রুম্পা-দেবনাথ


 

যেদিন আমি থাকবো না,                        

পড়বে তো মনে এভাবে ?                      

সকাল থেকে রাত অবধি,                       

 খোঁজ করিস যেভাবে ।  

                       

আমি থাকবো তারাদের দেশে,                

জ্বলে উঠবো সবার শেষে -                    

পাবি তো খুঁজে সেখান থেকে,               

 রাঙা হাসি মুখ দেখে ।

                         

তখন কি তুই ভুলে যাবি !                      

গান শোনাতে এভাবে।                              

রাতের পর রাত জেগে ,                         

এখন শোনাস যেভাবে ।

কবির অন্যান্য লেখা পড়তে এখানে ক্লিক করুন ।    

 

কবি পরিচিতি -

রুম্পা দেবনাথ ছোটবেলায় স্কুল থেকেই কবিতা লেখা শুরু করেন। একসময় স্কুলে শিক্ষকতাও করেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক। কবিতা তাঁর প্রথম ভালবাসা।  ছোট গল্প লেখাতেও পারদর্শী।  কবিতা লিখে, পড়ে এবং আবৃত্তি করে আনন্দ পান। সংসারের বহু কাজের মধ্যেও কবিতা লেখা  ও আবৃত্তি করা ছাড়েননি।  নিয়মিত লিখে চলেছেন।